ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদের ওপর থেকে ফিলিস্তিনিদের কর্তৃত্ব কেড়ে নিয়েছে ইসরাইল। ফিলিস্তিনি কর্তৃপক্ষের পরিবর্তে মসজিদ বিষয়ে পরিকল্পনা ও নির্মাণক্ষমতা ইসরাইলি সংস্থাগুলোকে হস্তান্তর করেছে তেল আবিব। ফিলিস্তিনিরা বলছেন, এই পদক্ষেপের কারণে অধিকৃত পশ্চিম তীরের ঐতিহাসিক শহরের ওপর ইসরাইলের নিয়ন্ত্রণ আরো দৃঢ় হবে। পাশাপাশি এই স্থানের মর্যাদা স্থায়ীভাবে পরিবর্তনের ঝুঁকি তৈরি করবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।
ইসরাইলের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয়। তারা বলছে, এটি ইব্রাহিমি মসজিদের আইনি ও ঐতিহাসিক স্থিতাবস্থার সরাসরি লঙ্ঘন।
নবী ইব্রাহিম (আ.)-এর জন্মস্থান হিসেবে ইব্রাহিমি মসজিদ মুসলমান, ইহুদি ও খ্রিস্টান উভয়ের কাছেই পবিত্র স্থান হিসেবে বিবেচিত।
সংবাদ সংস্থা ওয়াফা জানায়, ফিলিস্তিনের পররাষ্ট্র ও প্রবাসী মন্ত্রণালয় বলেছে, পৌরসভা ও ইসলামিক ওয়াকফের এখতিয়ার বাতিল করার সিদ্ধান্ত মসজিদটির ওপর ইসরাইলের একতরফা নিয়ন্ত্রণ আরোপের বৃহত্তর প্রচেষ্টার অংশ।
ফিলিস্তিনি কর্মকর্তারা মসজিদের উঠানের ওপর ছাদ নির্মাণ করতে ইসরাইলের দেওয়া অনুমোদনের নিন্দা জানিয়ে এটিকে একটি বেআইনি কাজ বলে অভিহিত করেছেন। তারা বলছেন, এটি আন্তর্জাতিক আইন, জাতিসংঘের প্রস্তাব এবং দখলদার শক্তি হিসেবে ইসরাইলের বাধ্যবাধকতার পরিপন্থি।
মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, এই পদক্ষেপের সঙ্গে উন্নয়নের কোনো সম্পর্ক নেই, বরং এটি দখলদারিত্ব প্রতিষ্ঠা এবং ইব্রাহিমি মসজিদকে জোরপূর্বক পরিবর্তন করতে পরিকল্পিত প্রচেষ্টা। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এ ধরনের পদক্ষেপ ফিলিস্তিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক নিদর্শনগুলোর মধ্যে একটিকে হুমকির মুখে ফেলবে।
আরএিএসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ, নিহত বেড়ে ৬