আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শত শত বিড়ালের দখলে সৌদির রাস্তা, ভিডিও ভাইরাল

আমার দেশ অনলাইন

শত শত বিড়ালের দখলে সৌদির রাস্তা, ভিডিও ভাইরাল

প্রতিদিন রাতে সৌদি আরবের একটি রাস্তায় শত শত বিড়ালের দেখা মেলে। পুরো রাস্তায়টাই তারা দখল করে রাখে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ইয়াহু নিউজেও একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে শত শত বিড়াল সৌদি আরবের একটি রাস্তা দখল নিয়ে ফেলে। তারা নির্ভয়ে ফুটপাত ও রাস্তায় শুয়ে থাকে। গাড়ি হর্ন দিলেও তাদের কোনো বিকার হয় না। বিড়ালগুলোকে কেউ তাড়িয়ে দেয় না এমনকি বিরক্তও করে না। বরং স্থানীয় বাসিন্দারা তাদের দেখাশোনা করেন।

বিজ্ঞাপন

একজন স্থানীয় বাসিন্দা প্রায় দিন বিড়ালগুলোকে প্রচুর খাবার দিয়ে থাকেন। তাদেরকে খাবার দিয়ে তিনি বেশ খ্যাতিও অর্জন করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন