আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

স্বর্ণের দামে নতুন রেকর্ড

আমার দেশ অনলাইন

স্বর্ণের দামে নতুন রেকর্ড
স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে উত্তেজনার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এর ফলে বুধবার স্বর্ণের দাম ইতিহাসে প্রথমবারের মতো প্রতি আউন্স ৪ হাজার ৮০০ ডলারের ওপরে উঠে যায়।

মঙ্গলবার ওয়াল স্ট্রিটে বড় পতনের পর বুধবার কিছুটা উত্থান হয়েছে। এস অ্যান্ড পি ৫০০-এর ফিউচার ০.৩ শতাংশ বেড়েছে, আর ডাউ জোন্স ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ ০.২ শতাংশ বেড়েছে। স্বর্ণের দাম প্রথমবারের মতো ৪ হাজার ৮০০ ডলার অতিক্রম করেছে, যা নিরাপদ বিনিয়োগ হিসেবে গ্রহণযোগ্য।

বিজ্ঞাপন

ক্যাপিটাল ডটকমের সিনিয়র মার্কেট বিশ্লেষক কাইল রডা বলেন, সপ্তাহের শেষ দিকে ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপ এবং গ্রিনল্যান্ড দখলের চেষ্টা জোরদার করার বিষয়ে ট্রাম্পের পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্রের ওপর আস্থা কমে গেছে। স্বর্ণের এই উত্থান বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগই প্রতিফলিত করছে।

এদিকে স্পট রুপার দাম ০.১ শতাংশ কমে প্রতি আউন্স ৯৪.৪৮ ডলারে দাঁড়ায়, যদিও মঙ্গলবার এটি রেকর্ড ৯৫.৮৭ ডলারে উঠেছিল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন