কিছু না করেই নোবেল পেয়েছেন ওবামা: ট্রাম্প

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ১৪: ২৫
ছবি: সংগৃহীত

এই বছরে নোবেল শান্তি পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার অপেক্ষায় বিশ্ববাসী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার স্পষ্ট করে বলেছেন, তিনি এই পুরষ্কার চান। আবারো সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে পুরনো প্রতিদ্বন্দ্বিতাকে উসকে দিলেন তিনি। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

বৃহস্পতিবার হোয়াইট হাউজে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘ওবামা কিছুই না করে পুরষ্কার পেয়েছেন। তারা ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দিয়েছে, আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া অন্য কিছুই না করার জন্য।’

বিজ্ঞাপন

একইসঙ্গে নিজের কাজ তুলে ধরে ট্রাম্প বলেন, ‘আমি ৮টি যুদ্ধ থামিয়েছি। আমি সত্যিকারের শান্তি স্থাপনের জন্য কাজ করেছি, অনেকের জীবন বাঁচিয়েছি। কিন্তু আমাকে কখনো স্বীকৃতি দেয়া হয়নি।’

২০০৯ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস পরই বারাক ওবামাকে নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছিল। সেই সিদ্ধান্ত নিয়ে তখন থেকেই বিতর্ক চলে আসছে, যা ট্রাম্প প্রায়ই নিজের রাজনৈতিক বক্তব্যে তুলে ধরেন।

আজ (শুক্রবার) অসলোতে নোবেল শান্তি পুরস্কার ঘোষণা করা হবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত