আন্তর্জাতিক ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ ইউরোপের দেশগুলো এ বছর পড়েছে ভয়াবহ তাপদাহের কবলে। ইতালি, গ্রিস, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। রোববার স্পেনের আবহাওয়া দপ্তর জানায়, সেভিল শহরে তাপমাত্রা পারদ পৌঁছায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে।
তাপদাহের কারণে সতর্কবার্তা জারি করেছে দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য এবং ফায়ার সার্ভিস বিভাগ।
গরমের তীব্রতা বৃদ্ধির পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস, যা বলকান অঞ্চল থেকে ক্রোয়েশিয়া পর্যন্ত তাপমাত্রা বাড়াতে অবদান রাখছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বছরের এ সময়টা বিশেষ করে জুলাই ও আগস্টের শুরুতে এ মহাদেশে গরমের তীব্রতা থাকে অনেক বেশি। ফলে আগে থেকেই সতর্ক থাকতে বলা হয় নিজ নিজ দেশের নাগরিকদের।
গরমজনিত অসুস্থতা এড়াতে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্তদের বিষয়ে সতর্কতা অবলম্বের পরামর্শ দিয়েছে স্পেন সরকার। হিটস্ট্রোকের মতো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ইমার্জেন্সি কর্মীদের।
মারিনা নামে ২২ বছর বয়সি মাদ্রিদের বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এমন পরিস্থিতি তিনি আর কখনই দেখেননি। তীব্র গরমের কারণে এ বছর বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে।
মেক্সিকান পর্যটক আলেকজান্দ্রা জানিয়েছে, প্রচুর আর্দ্রতা আর বাতাস না থাকায় অতিরিক্ত ঘামে অসুস্থবোধ করছেন তিনি।
এদিকে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে ফ্রান্সও। শুক্রবার দক্ষিণাঞ্চলের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করে কর্তৃপক্ষ।
এছাড়া ইংল্যান্ডের ‘ইয়েলো এবং অ্যাম্বার অ্যালার্ট’ জারি করে দেশটির সরকার। গত সোমবার লন্ডনের তাপমাত্রা পৌঁছায় ৩৫ ডিগ্রি সিলসিয়াসে।
গরমের কারণে গ্রিসসহ ইউরোপের কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে এসেন্সের কাছে উপকূলীয় শহরের বেশকিছু ঘরবাড়ি।
জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ ইউরোপের দেশগুলো এ বছর পড়েছে ভয়াবহ তাপদাহের কবলে। ইতালি, গ্রিস, ফ্রান্স, স্পেন ও পর্তুগালে প্রতিদিনই বাড়ছে গরমের তীব্রতা। রোববার স্পেনের আবহাওয়া দপ্তর জানায়, সেভিল শহরে তাপমাত্রা পারদ পৌঁছায় ৪২ ডিগ্রি সেলসিয়াসে।
তাপদাহের কারণে সতর্কবার্তা জারি করেছে দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশের স্বাস্থ্য এবং ফায়ার সার্ভিস বিভাগ।
গরমের তীব্রতা বৃদ্ধির পেছনের কারণ হিসেবে দেখা হচ্ছে উত্তর আফ্রিকা থেকে আসা গরম বাতাস, যা বলকান অঞ্চল থেকে ক্রোয়েশিয়া পর্যন্ত তাপমাত্রা বাড়াতে অবদান রাখছে।
বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বছরের এ সময়টা বিশেষ করে জুলাই ও আগস্টের শুরুতে এ মহাদেশে গরমের তীব্রতা থাকে অনেক বেশি। ফলে আগে থেকেই সতর্ক থাকতে বলা হয় নিজ নিজ দেশের নাগরিকদের।
গরমজনিত অসুস্থতা এড়াতে শিশু, বয়স্ক ও দীর্ঘমেয়াদি জটিল রোগে আক্রান্তদের বিষয়ে সতর্কতা অবলম্বের পরামর্শ দিয়েছে স্পেন সরকার। হিটস্ট্রোকের মতো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে ইমার্জেন্সি কর্মীদের।
মারিনা নামে ২২ বছর বয়সি মাদ্রিদের বাসিন্দা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, এমন পরিস্থিতি তিনি আর কখনই দেখেননি। তীব্র গরমের কারণে এ বছর বাইরে বের হওয়া কষ্টকর হয়ে পড়েছে।
মেক্সিকান পর্যটক আলেকজান্দ্রা জানিয়েছে, প্রচুর আর্দ্রতা আর বাতাস না থাকায় অতিরিক্ত ঘামে অসুস্থবোধ করছেন তিনি।
এদিকে, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে ফ্রান্সও। শুক্রবার দক্ষিণাঞ্চলের জন্য দেশের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করে কর্তৃপক্ষ।
এছাড়া ইংল্যান্ডের ‘ইয়েলো এবং অ্যাম্বার অ্যালার্ট’ জারি করে দেশটির সরকার। গত সোমবার লন্ডনের তাপমাত্রা পৌঁছায় ৩৫ ডিগ্রি সিলসিয়াসে।
গরমের কারণে গ্রিসসহ ইউরোপের কিছু অংশে দাবানল ছড়িয়ে পড়েছে। পুড়ে গেছে এসেন্সের কাছে উপকূলীয় শহরের বেশকিছু ঘরবাড়ি।
বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩ মিনিটের সর্বশেষ তথ্য অনুযায়ী, স্পট গোল্ডের দাম ২.৬ শতাংশ কমে প্রতি আউন্সে চার হাজার ১৭ দশমিক ২৯ ডলারে নেমে এসেছে, যা প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন।
৩৩ মিনিট আগেউগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
৩ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগে