আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নিজে উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করলেন কিম

আমার দেশ অনলাইন

নিজে উপস্থিত থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষার তত্ত্বাবধান করলেন কিম

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির পূর্ব উপকূলের কাছে একটি উৎক্ষেপণকেন্দ্র থেকে দীর্ঘপাল্লার ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, উচ্চ-উচ্চতায় কার্যকর নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র উন্নয়নের লক্ষ্যে কৌশলগত প্রযুক্তি যাচাই করতেই এই পরীক্ষা চালানো হয়। পরীক্ষার সময় ক্ষেপণাস্ত্রটি প্রায় ২০০ কিলোমিটার দূরে আকাশে থাকা একটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়।

এদিকে কিম জং উন পৃথক এক সফরে নির্মাণাধীন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন প্রকল্পও পরিদর্শন করেছেন বলে জানিয়েছে কেসিএনএ। প্রায় ৮ হাজার ৭০০ টন ওজনের এই সাবমেরিনটি ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম হবে বলে দাবি করা হয়েছে। তবে পরিদর্শনের নির্দিষ্ট স্থান ও সময় প্রকাশ করা হয়নি।

সংবাদমাধ্যমটি জানায়, এই সাবমেরিন প্রকল্পটি উত্তর কোরিয়ার শাসক দলের নৌবাহিনী আধুনিকায়ন কর্মসূচির অংশ। প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে ঘোষিত পাঁচটি মূল নীতির মধ্যে নৌবাহিনীর আধুনিকায়ন একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য।

কেসিএনএর প্রতিবেদনে কিম জং উনের উদ্ধৃতি দিয়ে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতি শান্তিপূর্ণ নয়, তাই পারমাণবিক সক্ষমতার সর্বাত্মক উন্নয়ন এবং নৌবাহিনীর আধুনিকীকরণ অপরিহার্য ও অনিবার্য। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার ভিত্তিতে দক্ষিণ কোরিয়ার পারমাণবিক সাবমেরিন উন্নয়নের পরিকল্পনা কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়াবে এবং উত্তর কোরিয়ার জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করবে। এমন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কেসিএনএর আরেক প্রতিবেদনে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ১৮ ডিসেম্বর নববর্ষ উপলক্ষে কিম জং উনের কাছে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। ওই বার্তায় পুতিন উল্লেখ করেন, ২০২৫ সাল মস্কো ও পিয়ংইয়ংয়ের দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বছর হয়ে উঠতে পারে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন