নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিলেন ইলন মাস্ক

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৬ জুলাই ২০২৫, ০৯: ৪৫
আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৯: ৪৫

শীর্ষ ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন। দলটির নাম দিয়েছেন ‘আমেরিকা পার্টি’।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। ইলন মাস্কের দল ঘোষণার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা হোয়াইট হাউসের পক্ষ থেকে এখনো কোন আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, যুক্তরাষ্ট্রের নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে দলটি নিবন্ধিত দিয়েছে কিনা সেটা জানা যায়নি।

ইলন মাস্ক বলেছেন, ‘আমরা আসলে একদলীয় শাসনের মধ্যেই বাস করছি, যেখানে অপচয় আর দুর্নীতির মধ্য দিয়ে দেশকে দেউলিয়া করে দেওয়া হচ্ছে। আজ ‘আমেরিকা পার্টি’ গঠিত হলো, আপনাদের স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে।’

এর আগে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল দরকার আছে কি না? এ লক্ষ্যে একটি জরিপ চালিয়েছেন মাস্ক। এক্সে চালানো ওই জরিপে প্রায় ১২ লাখ ভোট পড়ে, যার দুই-তৃতীয়াংশই নতুন দল চেয়েছে বলে জানান তিনি।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত