বাংলাদেশের পেস বোলার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর আগে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। মোস্তাফিজকে বাদ দেওয়ায় ভারত সরকার ও বিসিসিআইকে ধন্যবাদ দিয়েছেন বিজেপি নেতা সংগীত সোম। তিনি বলেন, এটা কোটি কোটি হিন্দু ধর্মাবলম্বীর জয়।
এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে মোস্তাফিজকে নেওয়ায় শাহরুখ খানের সমালোচনা করেন বিজেপির এই নেতা। তিনি বলেন, মোস্তাফিজকে দলে নেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি। কেকেআরের বোঝা উচিত ছিল, বাংলাদেশি ক্রিকেটারকে নেওয়া হলে তা দেশের কোটি কোটি হিন্দুর ধর্মীয় ভাবাবেগকে আঘাত করবে। শাহরুখ খানকে গাদ্দার বলে অভিহিত করেন সংগীত সোম।
তিনি বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার অভিযোগ তুলে বলেন, এটা মেনে নেওয়া যায় না।
বেশ কয়েক দিন ধরেই মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়টি নিয়ে গুঞ্জন চলছিল। ভারতের উগ্র কয়েকজন নেতা-কর্মী পিচ নষ্টের হুমকি দিয়েছেন মোস্তাফিজকে দলে নেওয়ায়। তাতে মোস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। অবশেষে সেটাই সত্যি হলো।
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়েছেন, ‘ভারতে মোস্তাফিজের আইপিএলে খেলার বিষয়টি নিয়ে বিতর্ক ও রাজনৈতিক চাপের কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজকে সরিয়ে বিকল্প খেলোয়াড় বেছে নিতে বলা হয়েছে। শুরুতে আমরা ‘অপেক্ষা ও পর্যবেক্ষণ’ নীতি অনুসরণ করলেও শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে হলো।’
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


আইপিএলের সংবাদ বর্জনের সিদ্ধান্ত আমার দেশের