আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইরানে বিক্ষোভ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রেসিডেন্টের

আমার দেশ অনলাইন

ইরানে বিক্ষোভ, সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রেসিডেন্টের
ছবি: বার্তা সংস্থা মেহের

অর্থনৈতিক সংকট, মুদ্রাবাজারে ধস ও জীবনযাত্রার ব্যয় বাড়ার প্রতিবাদে ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। এ অবস্থায় নিষেধাজ্ঞা ও হুমকি মোকাবিলায় দেশের জনসাধারণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর আল জাজিরার।

তেহরানে একটি ব্যবসায়িক ফোরামে দেওয়া বক্তব্যে পেজেশকিয়ান বলেন, বিদেশি হস্তক্ষেপই এই অর্থনৈতিক অস্থিরতার জন্য দায়ী। তিনি বলেন, ‘আমরা এমন একটি পরিস্থিতিতে আছি যেখানে দেশের শত্রুরা চাপ প্রয়োগ করছে।’

বিজ্ঞাপন

ইরানের প্রেসিডেন্ট ঐক্যের আহ্বান জানিয়ে বলেন, দেশটি ‘পূর্ণ মাত্রার যুদ্ধে জড়িত। তিনি বলেন, ‘এই মুহূর্তে শত্রুরা অর্থনৈতিক চাপ প্রয়োগ করে আমাদের পতন ঘটাতে চাইছে। বোমা, যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্র দিয়ে আপনি কোনো জাতিকে জয় করতে পারবেন না।’

তিনি আরো বলেন, ‘আমরা যদি দৃঢ়প্রতিজ্ঞ, ঐক্যবদ্ধ এবং একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, তাহলে তাদের পক্ষে ইরানকে নতজানু করা অসম্ভব হবে।’

২০১৮ সালে পুনরায় মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর ইরানের অর্থনীতি উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে পড়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক চুক্তি থেকে সরে আসেন।

এ বছরের সেপ্টেম্বরে ইউরোপীয় দেশগুলোও জাতিসংঘের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার উদ্যোগ নেয় এবং ইরানকে ২০১৫ সালের চুক্তি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে। ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালানোর কয়েক মাস পরে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কথা বরাবরই অস্বীকার করে আসছে।

২০২৫ সালে দেশটির মুদ্রা রিয়াল ডলারের বিপরীতে প্রায় অর্ধেক দাম হারিয়েছে, ডিসেম্বরে মুদ্রাস্ফীতি দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশে।

আরএ/এসআই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন