আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লিতে ‘বিপজ্জনক’ পর্যায়ে বায়ুদূষণ: ৪০ ফ্লাইট বাতিল, বিঘ্ন তিন শতাধিক

আমার দেশ অনলাইন
দিল্লিতে ‘বিপজ্জনক’ পর্যায়ে বায়ুদূষণ: ৪০ ফ্লাইট বাতিল, বিঘ্ন তিন শতাধিক

ভারতের রাজধানী দিল্লি ও পার্শ্ববর্তী এলাকায় সোমবার সকাল থেকে বায়ুদূষণের মাত্রা আবারও ক্রমশ বৃদ্ধি পেয়েছে। ঘন ধোঁয়াশায় শহরের বিভিন্ন এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনক মাত্রায় নেমে এসেছে, যার ফলে বিমান ও ট্রেন চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটেছে।

বিজ্ঞাপন

ঘন ধোঁয়ার কারণে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং তিন শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে, জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রেন চলাচলেও প্রভাব পড়েছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড জানিয়েছে, সোমবার সকাল ৬টায় দিল্লির গড় এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) ছিল ৪৫৬, যা ‘বিপজ্জনক’ স্তরে পড়ে। এ অবস্থার কারণে ভারতের আবহাওয়া বিভাগ দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা হিসেবে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে।

এর আগের দিন রবিবারও দিল্লির আকাশ ঘন ধোঁয়ায় আচ্ছন্ন ছিল, তখন এয়ার কোয়ালিটি ইনডেক্স ৪৬১ রেকর্ড করা হয়। যদিও সাম্প্রতিক কয়েক সপ্তাহে দূষণ পরিস্থিতির সামান্য উন্নতির ইঙ্গিত পাওয়া গিয়েছিল, তবে শহরের বড় অংশ এখনও ঘন ও বিষাক্ত ধোঁয়ার প্রভাবে বিপন্ন।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, বায়ুদূষণের এই মাত্রা জনস্বাস্থ্য ও সাধারণ জীবনযাত্রার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন