আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বিদেশি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

আমার দেশ অনলাইন

বিদেশি গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বুধবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় তাদের বহনকারী ফ্লাইট। বাংলাদেশের পাশাপাশি তার দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে বিদেশি গণমাধ্যমেও।

কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসক হিসেবে বর্ণনা করা হয়েছে।

বিজ্ঞাপন

জিও নিউজ সংবাদ শিরোনাম করেছে, বাংলাদেশের রাজনৈতিক নেতা তারেক রহমান দেশে ফিরেছেন। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের অন্যতম প্রধান শক্তিশালী রাজনৈতিক দলের নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসিত থাকার পর গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে দেশে ফিরলেন। এতে বলা হয়, তারেক রহমান ২০০৮ সালে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশ ছেড়ে লন্ডনে চলে যান।

পাকিস্তানের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য ডন শিরোনাম করেছে, নির্বাসন শেষে ১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা জিয়ার উত্তরাধিকারী।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। তাদের প্রতিবেদনে বলা হয়, তারেক রহমান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। খালেদা জিয়া অসুস্থ থাকায় আসন্ন নির্বাচনে তারেক রহমানই তার দলের প্রধান মুখ ।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরার ভারতের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। কারণ ভারতের জন্য জামায়াতে ইসলামী উদ্বেগের বিষয়।

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সংবাদ প্রকাশ করেছে ভারতের আরেক প্রভাবশালী গণমাধ্যম এনডিটিভি। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান প্রায় ১৭ বছর স্বেচ্ছা নির্বাসনের পর দেশে ফিরেছেন।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন