আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

আমার দেশ অনলাইন

বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের ফিরিয়ে নিচ্ছে ভারত

নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের দেশে ফিরিয়ে নিচ্ছে ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কূটনীতিকদের জন্য ‘নন-ফ্যামিলি পোস্টিং’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাংলাদেশে দেশটির হাইকমিশন, সহকারী হাইকমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে এবং স্বাভাবিক কার্যক্রমও অব্যাহত থাকবে। খবর হিন্দুস্তান টাইমসের

সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস তাদের প্রতিবেদনে জানায়, সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রেখে দীর্ঘদিন ধরেই এ সিদ্ধান্ত প্রক্রিয়াধীন ছিল। এর অংশ হিসেবে ঢাকার হাইকমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের পরিবার-পরিজন ভারতে ফিরে যেতে পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, কবে নাগাদ কূটনীতিকদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়া হবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি ঠিক হয়নি। বাংলাদেশে কর্মরত ভারতীয় কূটনীতিকদের সংখ্যা সম্পর্কেও বিস্তারিত জানানো হয়নি।

আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে জাতীয় নির্বাচন হওয়ার কথা। তার মাত্র কয়েক সপ্তাহ আগে এ পদক্ষেপ নিল ভারত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন