ফিলিস্তিনিদের জীবিকায় আঘাত, দখলদার ইসরাইলিদের নৃশংসতা চরমে

আমার দেশ অনলাইন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৭: ৪৩
ভিডিও ফুটেজ থেকে সংগৃহিত।

ইসরাইলি দখলদার বসতি স্থাপনকারীরাদের সন্ত্রাসী কার্যক্রমে আবারো আক্রান্ত হয়েছেন ফিলিস্তিনের পশ্চিম তীরের বাসিন্দারা। দিন দিন তাদের নৃশংসতা তীব্র আকার ধারণ করেছে। তারা ফিলিস্তিনিদের পালিত পশুদের নির্মমভাবে হত্যা করেছে, এমনকি পশুপালনের জায়গাটিকেও তারা বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলি বসতি স্থাপনকারীদের একটি দল পশ্চিম তীরের তুবাস প্রদেশের খিরবেত হুমসায় ফিলিস্তিনি বেদুইন গ্রাম আক্রমণ করেছে। তারা তাদের তাঁবু এবং পশুপালন বুলডোজার দিয়ে ধ্বংস করেছে।

অন্যদিকে ওয়াফা সংবাদ সংস্থা জানিয়েছে, রামাল্লাহর কাছে সিনজিল শহরে জলপাই তোলার কৃষকদের উপর আক্রমণ করেছে দখলদার বসতি স্থাপনকারীরা, এসময় ফলও চুরি করে নিয়ে যায় তারা।

রয়টার্স তাদের প্রতিবেদনে আরো জানিয়েছে, সম্প্রতি পশ্চিম তীরে আক্রমণ বাড়িয়েছে ইসরাইলি বাহিনী এবং বসতি স্থাপনকারীরা, শুধুমাত্র অক্টোবর মাসেই ২,৩৫০টি আক্রমণের শিকার হয়েছে ফিলিস্তিনিরা।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত