মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সিরিয়ায় ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড দ্য লেভান্টের (আইএসআইএস) বিরুদ্ধে ব্যাপক হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার পালমিরা শহরে দুই মার্কিন সেনা এবং একজন দোভাষী নিহত হওয়ার এক সপ্তাহ পর এ হামলা শুরু হলো।
শুক্রবার তার নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘সিরিয়ায় আইসিসের নৃশংস হামলায় মার্কিন সেনা নিহতের জবাবে প্রতিশোধমূলক হামলা শুরু হয়েছে। সিরিয়ার নতুন সরকারও এই অভিযানের পক্ষে আছে।’
সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আইএসআইএলে বিরুদ্ধে লড়াইয়ের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে জানায়, ‘এই প্রচেষ্টাকে সমর্থন করার জন্য তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক জোটের সদস্য দেশগুলোকে আমন্ত্রণ জানাচ্ছে। সিরিয়া আইএসআইএসের বিরুদ্ধে লড়ায়ে প্রতিশ্রুতিবদ্ধ।’
মার্কিন কেন্দ্রীয় কমান্ড (সেন্টকম) জানিয়েছে, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও কামান সিরিয়ায় মধ্যাঞ্চলের একাধিক স্থানে ৭০টিরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। জর্ডান থেকে আসা বিমানও এতে অংশ নিয়েছিল।
সেন্টকম জানিয়েছে, এই অভিযানে ১০০ টিরও বেশি নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে।
সেন্টকম কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই অঞ্চলে মার্কিন ও তার অংশীদারদের ক্ষতি করতে চাওয়া সন্ত্রাসীদের বিরুদ্ধে নিরলসভাবে লড়াই করে যাবে।
সূত্র: আল জাজিরা/বিবিসি
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ৪ সেনা নিহত
সম্মান দিলে আর কোনো যুদ্ধে জড়াবে না রাশিয়া: পুতিন