আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

আমার দেশ অনলাইন

শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ায় ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার দেশটির মালুকু প্রদেশের পূর্ব উপকূলে এ ভূমিকম্প হয়। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ৪৯ মিনিটে (বাংলাদেশ সময় ১১টা ৪৯ মিনিট) ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৬৬ কিলোমিটার গভীরে এবং তুয়াল শহরের পশ্চিমে প্রায় ১৭৭ কিলোমিটার দূরে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতিরও নির্দিষ্ট কোনো তথ্য এখনও প্রকাশ হয়নি।

এর আগে ২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার এক ভূমিকম্পে শতাধিক মানুষ প্রাণ হারান এবং হাজার হাজার মানুষ গৃহহীন হন। ২০১৮ সালে পালুতে ৭.৫ মাত্রার ভূমিকম্প ও পরবর্তী সুনামিতে প্রাণ যায় ২২০০ জনের বেশি মানুষের।

সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৪ সালের ডিসেম্বরের ভূমিকম্প ও সুনামি, যেখানে শুধুমাত্র ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশেই প্রাণ হারান ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন