সাঁতারুদের জন্য সুখবর দিয়েছে প্যারিস নগর কর্তৃপক্ষ। ১০০ বছর পর প্রথমবারের মতো সেইন নদীতে সাঁতার কাটার অনুমতি দেওয়া হয়েছে। রোববার গার্ডিয়ানের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে। অনুমতি পাওয়ার পরপরই পর্যটক এবং প্যারিসের বাসিন্দারা সাঁতার কাটতে ভিড় জমান।
আগামী আগস্টের শেষ পর্যন্ত প্রতিদিন প্রায় এক হাজার সাঁতারুকে সেইনে নদীর তিনটি স্থানে বিনামূল্যে সাঁতার কাটার অনুমতি দেওয়া হবে।
গত বছর প্যারিস অলিম্পিকে সেইন নদীকে ভেন্যু হিসেবে ব্যবহারের জন্য ব্যাপক পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি চালানো হয়। অনেকে এই নদীতে অবৈধভাবে সাঁতার কাটতেন। তারা বার বার নগর কর্তৃপক্ষের কাছে আবেদন করছিলেন, সেইন নদী সাঁতারের জন্য উন্মুক্ত করে দেওয়ার জন্য।
প্যারিসের বিদায়ী মেয়র অ্যান হিদালগো এই পরিকল্পনা বাস্তবায়নে সাহায্য করেছেন। অলিম্পিকের আগে তিনি নিজেই নদীতে ঝাঁপিয়ে পড়েছিলেন।
এই নদী পরিচ্ছন্নতা প্রকল্পে প্রায় ১ দশমিক ৪ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়েছে। যার মধ্যে রয়েছে ২০ হাজারের বেশি বাড়িকে পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সঙ্গে সংযুক্ত করা (যার বর্জ্য সরাসরি সেইনে ফেলা হতো), পানি পরিশোধন সুবিধা উন্নত করা এবং বৃষ্টির সময় পয়ঃনিষ্কাশনের পানি উপচে পড়া রোধ করার জন্য ২০টি অলিম্পিক সুইমিং পুলের সমান আকারের বৃষ্টির পানি সংরক্ষণাগার তৈরি করা।
পর্যটন কর্তৃপক্ষ বলছে, এই নদী চলতি মৌসুমের সবচেয়ে আলোচিত বিনোদন কেন্দ্রের একটি হয়ে উঠবে এবং দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবে। গোসলের জায়গাগুলো আইফেল টাওয়ারের কাছে অবস্থিত।
সাঁতারুদের নিরাপত্তার জন্য আছে লাইফগার্ড। পোশাক পরিবর্তনের ব্যবস্থাও রয়েছে। স্বাস্থ্য কর্তৃপক্ষ প্রতিদিন পানির গুণমান পরীক্ষা করবে এবং সাঁতার কাটা কতটা নিরাপদ তা নির্দেশ করা হবে। তবে পানির গভীরতা কম হওয়ায় ডাইভিংয়ের অনুমোদন দেওয়া হয়নি।
আরএ

