আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে অর্থ পুরস্কার দ্বিগুণ করলো যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তারে অর্থ পুরস্কার দ্বিগুণ করলো যুক্তরাষ্ট্র
ছবি: আল জাজিরা

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে গ্রেপ্তারে অর্থ পুরস্কার দ্বিগুণ করেছে যুক্তরাষ্ট্র। মাদুরোকে গ্রেপ্তার এবং তথ্য দিয়ে সহায়তার জন্য ৫০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। যা গত জানুয়ারিতে ছিল ২৫ মিলিয়ন ডলার। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, প্রেসিডেন্ট মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারীদের একজন এবং গোপন পথে ফেন্টানিল মেশানো কোকেন যুক্তরাষ্ট্রে সরবরাহ করেন। যা যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে।

বিজ্ঞাপন

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি বৃহস্পতিবার এক ভিডিওবার্তায় বলেন, ‘মাদুরো ভেনিজুলার অপরাধ সিন্ডিকেট ট্রেন ডে আরাগুয়া, কার্টেল অব দ্য সানস এবং মেক্সিকোর কুখ্যাত সিনালোয়া কার্টেলের সঙ্গে কাজ করছেন।

বন্ডি বলেন, ‘মাদুরো বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী এবং আমাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি। তাই আমরা তাকে ধরার জন্য পুরস্কার দ্বিগুণ করে ৫০ মিলিয়ন ডলার করেছি।’

তিনি আরো বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে মাদুরো ন্যায়বিচার থেকে পালাতে পারবে না। তার ঘৃণ্য অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে।’ মোদুরো সম্পর্কে তথ্য দিতে একটি হটলাইন ফোন নম্বর দিয়েছেন তিনি।

তিনি জানান, যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত মাদুরোর সঙ্গে জড়িত হিসেবে চিহ্নিত সম্পদের মধ্যে ৭০০ মিলিয়ন ডলারের বেশি বাজেয়াপ্ত করেছে। এর মধ্যে রয়েছে দু'টি প্রাইভেট জেট, নয়টি গাড়ি এবং কয়েক টন কোকেন-যা সরাসরি মাদুরোর সঙ্গে সম্পর্কিত বলে দাবি করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল টেলিগ্রামে দেওয়া পোস্টে বলেন, এটা এখন পর্যন্ত দেখা সবচেয়ে হাস্যকর বিষয়। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে জেফ্রি এপস্টাইন বিতর্ক থেকে মনোযোগ অন্যদিকে ঘোরানোর জন্যই এটি করা হয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন