চীনে কুচকাওয়াজে যাচ্ছেন পুতিন-কিম, আমন্ত্রণ পাননি পশ্চিমা নেতারা

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৫, ১১: ৫৩
ছবি: সংগৃহীত

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আগামী সপ্তাহে বেইজিংয়ে সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই প্রথমবারের মতো আন্তর্জাতিক পর্যায়ের নেতাদের সাথে বৈঠক করতে যাচ্ছেন তিনি। তবে কোনো পশ্চিমা নেতা এতে আমন্ত্রণ পাননি। খবর বিবিসির।

ওই কুচকাওয়াজে থাকবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ২৬ জন রাষ্ট্র ও সরকার প্রধান।

বিজ্ঞাপন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘বিজয় দিবস’ কুচকাওয়াজটি জাপানের বিরুদ্ধে চীনের যুদ্ধের ৮০তম বার্ষিকী এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি উপলক্ষে আয়োজিত হচ্ছে।

কুচকাওয়াজে চীন শত শত বিমান, ট্যাঙ্ক এবং ড্রোন বিধ্বংসী অস্ত্রসহ তার সবশেষ সামরিক সরঞ্জাম প্রদর্শন করবে বলে ধারনা করা হচ্ছে।

অত্যন্ত সুপরিকল্পিত এই কুচকাওয়াজে হাজার হাজার সামরিক কর্মী তিয়ানানমেন স্কয়ারের সামনে দিয়ে মিছিল করবেন। এতে চীনের সামরিক বাহিনীর ৪৫ স্তরের সেনা এবং প্রবীণ সামরিক সদস্যরাও অংশ নেবেন।

৭০ মিনিটের এই কুচকাওয়াজ পরিদর্শন করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বেইজিংয়ের কেন্দ্রে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং চীনের প্রেসিডেন্ট শি'র পাশে দাঁড়িয়ে উত্তর কোরিয়ার নেতা কিমের কুচকাওয়াজে অংশগ্রহণ বেশ গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে। এটি চীনা প্রেসিডেন্টের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বিজয়ও হবে।

এই কুচকাওয়াজ বিশ্লেষক এবং পশ্চিমারা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বলে ধারনা করা হচ্ছে।

বৃহস্পতিবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ সম্মেলনে, অন্যতম ঘনিষ্ঠ মিত্র পিয়ংইয়ংয়ের দীর্ঘ দিনের ‘ঐতিহ্যবাহী বন্ধুত্বের’ প্রশংসা করা হয়। বিবৃতিতে বলা হয়, দুই দেশ ‘আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার’ জন্য সহযোগিতা অব্যাহত রাখবে।

আরএ

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত