আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিলিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

চিলিতে

আন্তর্জাতিক ডেস্ক

চিলিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
ছবি: ইউএনএন

দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। শুক্রবার বার্তাসংস্থা রয়টার্স এতথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির উত্তরাঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে। তাৎক্ষণিকভাবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এ ভূমিকম্পের তথ্য জানিয়েছে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১০৪ কিলোমিটার (৬৪.৬২ মাইল)।

১৯৬০ সালে চিলির দক্ষিণাঞ্চলীয় ভালদিভিয়া এলাকায় ৯.৫ মাত্রার সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভয়াবহ সেই ভূমিকম্পে ছয় হাজারের মতো মানুষ নিহত হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...