ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে আত্মহত্যার দিকে ঠেলছে: নেতানিয়াহু

আমার দেশ অনলাইন
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩: ৫৪
ছবি: ভিডিও থেকে নেয়া

ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয়ার মাধ্যমে ইউরোপীয় দেশগুলো ইসরায়েলকে আত্মহত্যার দিকে ঠেলছে।

বিজ্ঞাপন

শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে একথা বলেণ তিনি। তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়াকে ইসরাইলের গলায় ছুরি ধরার সঙ্গেও তুলনা করেছেন।

উত্তেজিত কণ্ঠে নেতানিয়াহু বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি প্রদানের মাধ্যমে আপনারা আসলে ইহুদি হত্যাকে সমর্থন করেছেন। একটি সন্ত্রাসী রাষ্ট্র আমাদের গলায় ছুরি ধরে থাকবে— তা আমরা কখনও মেনে নেবো না।

নেতানিয়াহুর ভাষণের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আদেল আতিয়েহ বলেছেন, ‘জাতিসংঘে নেতানিয়াহুর এই ভাষণ আসলে একজন পরাজিত মানুষের জবানবন্দি।’

সূত্র : এএফপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত