ইসরাইলের দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দিলো স্পেন

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২: ৫১
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

ইসরাইলের দুই মন্ত্রীকে স্পেনে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে স্পেন। তারা হলেন ইসরাইলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ও অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ। মঙ্গলবার মন্ত্রী পরিষদের বৈঠকের পর সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

আলবারেস জানান, ইসরাইলের এই দুই মন্ত্রীর ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে,, কারণ তারা উভয়েই গাজায় সামরিক অভিযানের সঙ্গে সরাসরি জড়িত।

বিজ্ঞাপন

স্পেনের উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশু বিষয়ক মন্ত্রী সিরা রেগোর বিরুদ্ধে ইসরাইল নিষেধাজ্ঞা ঘোষণা করার পর, এই পদক্ষেপ নিলো স্পেন।

স্পেনের উপ-প্রধানমন্ত্রী ইয়োলান্দা দিয়াজ এবং যুব ও শিশু বিষয়ক মন্ত্রী সিরা রেগোর এখন ইসরালেলে প্রবেশ নিষিদ্ধ। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের সাথে আরো কোনো আনুষ্ঠানিক যোগাযোগ রাখা হবে না।

এরআগে গাজায় গণহত্যা বন্ধে ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

গাজায় ইসরাইলের সামরিক অভিযানের সমালোচক সানচেজ সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে জানান, ‘আপনার দেশকে রক্ষা করা এবং হাসপাতালে বোমা হামলা চালানো বা নিষ্পাপ শিশুদের ক্ষুধার্ত রাখার মধ্যে পার্থক্য রয়েছে।’

তিনি আরো বলেন, ‘এটি বেসামরিক জনগণের ওপর একটি অযৌক্তিক আক্রমণ। ৬০ হাজার নিহত, ২০ লাখ বাস্তুচ্যুত, যার অর্ধেকই শিশু। এটি আত্মরক্ষার নয়, এটি একটি অরক্ষিত জনসাধারণকে নির্মূল করা।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়:

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত