ইসরাইলি হামলা

হিজবুল্লাহর প্রত্যেক সদস্য আত্মত্যাগে প্রতিশ্রুতিবদ্ধ: নাইম কাসেম

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৫, ১২: ১৬
আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ১৩: ৩১
ছবি: বার্তা সংস্থা মেহের

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তাদের প্রত্যেক সদস্য আত্মত্যাগে প্রতিশ্রুতিবদ্ধ। হিজবুল্লাহ মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণের প্রথম বার্ষিকী উপলক্ষে আল-মানার নেটওয়ার্ককে দেয়া সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর বার্তা সংস্থা মেহেরের।

কাসেম বলেন, হিজবুল্লাহ এমন একটি কৌশলগত সংগঠন যা জনগণের উদ্বেগের সমাধান করে এবং প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলায় স্পষ্ট অবস্থান গ্রহণ করে।

বিজ্ঞাপন

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেন, তাদের বাহিনী প্রতিরক্ষার জন্য প্রস্তুত, তবে তারা যুদ্ধ শুরু করতে চায় না। তবে যুদ্ধ লাগলে তারা লেবাননকে রক্ষা করবে বলে জানান তিনি।

শেখ কাসেম জোর দিয়ে বলেন, যদি তাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তাহলে তারা ইসরাইলিদের সঙ্গে যেকোনো উপায়ে লড়াই করবে।

তিনি বলেন, ‘আমাদের কাছে প্রতিরোধ কোনো অস্থায়ী কৌশল নয়; বরং এটি আমাদের জীবনের পথ। আমরা ক্লান্ত হই না এবং ক্লান্তির কারণে আত্মসমর্পণ করা আমাদের স্বভাববিরুদ্ধ। হিজবুল্লাহ তার পথে অটুট ও অবিচল।’

শেখ কাসেম আরো বলেন, ‘আমিসহ হিজবুল্লাহর সকলেই আত্মত্যাগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ—সম্মুখ সারিতে থাকা ব্যক্তিরা থেকে শুরু করে সেই পরিবারগুলি পর্যন্ত যারা সবকিছু দান করেছেন। এই প্রতিশ্রুতির অর্থ হল আমাদের লক্ষ্য অর্জনের জন্য প্রতিটি অসুবিধার মুখোমুখি হওয়া। ‘

শেখ কাসেম আরো বলেন, হিজবুল্লাহ তার নেতৃত্ব, পরামর্শদাতা পরিষদ, যোদ্ধা এবং এই প্রচেষ্টায় জড়িত সকলের মাধ্যমে যুদ্ধ পরিচালনা করেছে।

হিজবুল্লাহ মহাসচিব আরো বলেন, ‘হিজবুল্লাহর প্রতিটি সদস্য, আমি নিজেও আত্মত্যাগে অঙ্গীকারবদ্ধ। ফ্রন্টলাইনে যারা লড়ছেন, এমনকি যারা পরিবার হারিয়েছেন, সবাই এই অঙ্গীকারের অংশ। এর মানে হলো প্রতিটি বাধা মোকাবিলা করে আমাদের লক্ষ্য অর্জন করা।’

আরএ

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত