আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ন্যাটো মহাসচিবের দাবি

রাশিয়া-ইউক্রেন আলোচনায় অচলাবস্থা কাটাতে পারেন কেবল ট্রাম্প

আমার দেশ অনলাইন

রাশিয়া-ইউক্রেন আলোচনায় অচলাবস্থা কাটাতে পারেন কেবল ট্রাম্প
ছবি: এনবিসি নিউজ

ন্যাটো মহাসচিব সার্ক রুত্তে বলেছেন, পুরো বিশ্বে একজনই আছেন যিনি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনায় অচলাবস্থা ভাঙতে পারেন। ব্রাসেলসে ন্যাটোভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর তিনি সাংবাদিকদের একথা বলেন। তিনি বলেন, শান্তি প্রক্রিয়ায় মুখ্য ভুমিকা পালন করছেন ট্রাম্প। খবর এনবিসির।

ইউক্রেন যুদ্ধ নিয়ে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অমীমাংসিত আলোচনার একদিন পর বুধবার ন্যাটোর পররাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করেন।

বিজ্ঞাপন

পরে ন্যাটো মহাসচিব মার্ক রুত্তে সাংবাদিকদের বলেন, ‘পুরো বিশ্বে কেবলমাত্র একজনই আছেন যিনি রাশিয়া-ইউক্রেন আলোচনায় অচলাবস্থা ভাঙতে সক্ষম, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট।’

সাইবার আক্রমণ এবং আকাশসীমা লঙ্ঘনের বিষয়ে রাশিয়াকে সতর্ক করে দেন তিনি। ইউক্রেনের প্রতি ন্যাটোভুক্ত দেশগুলোর সমর্থন রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে ইউক্রেন নিয়ে শান্তি আলোচনা এগিয়ে যাচ্ছে কিনা সে বিষয়ে তিনি কোনো প্রশ্নের জবাব দেননি তিনি।

এবারের বৈঠকে যোগ দেননি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। রুবিও কেন বৈঠকে যোগ দেননি জানতে চাইলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, ‘তিনি ইতোমধ্যে ন্যাটো মিত্রদের সঙ্গে কয়েক ডজন বৈঠক করেছেন। প্রতিটি বৈঠকে তাকে আশা করা সম্পূর্ণ অবাস্তব হবে।’

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...