ইসরাইল পরাজিত না হওয়া পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে হামাস

স্টাফ রিপোর্টার
প্রকাশ : ০১ মে ২০২৫, ১৩: ২৬

দখলদারকে পরাজিত না করা পর্যন্ত প্রতিরোধ অব্যাহত রাখার ঘোষণা ‍দিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। কাতার ভিত্তিক সংবাদ সংস্থা আলজাজিরা হামাসের উদ্ধৃতিতে এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার ওই প্রতিবেদনে হামাসে বক্তব্য, ‘নেতানিয়াহুর ‘বিজয়ের খায়েশ’ এবং রাফাহ ধ্বংস করতে গিয়ে ‘গাজায় তার সেনাবাহিনীর ব্যর্থতা ঢাকতে এবং জনসাধারণকে বিভ্রান্ত করার একটি মরিয়া হয়ে উঠেছে।’

বিজ্ঞাপন

হামাস বলেছে, ‘আমরা নিশ্চিত করছি যে দখলদাররা পরাজয় না মেনে নেয়া পর্যন্ত আমাদের প্রতিরোধ অব্যাহত থাকবে। রাফা হবে দৃঢ়তার প্রতীক। এবং এমন একটি ভয় ও দুঃস্বপ্ন হিসেবেই থাকবে যে আগ্রাসীদের তাড়িয়ে দেয়।’

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামলা চালায় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাস। এদিন তারা ১২০০ ইসরাইলীকে হত্যা করে প্রায় আড়াই শ’ জনকে জিম্মি করে।

ওই দিন থেকেই গাজায় আগ্রাসন শুরু করে ইসরাইল। প্রায় দেড় বছর ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি যেতে বাধ্য হয়। দেড় বছরে মোট নিহত ৫৩ হাজার ৩০০ জন ও আহত ১ লাখ ১৬ হাজার ৪১৬ জন। নিহত আর আহতদের ৫৬ শতাংশই মহিলা ও শিশু।

যুদ্ধবিরতির দু’মাস শেষ না হতেই ১৮ মার্চ থেকে আবারো গাজায় সামরিক আগ্রাসন শুরু করে দখলদার ইসরাইল। দ্বিতীয় দফায় আগ্রাসনে দু’হাজারের বেশি ফিলিস্তিনি সাধারণ মানুষকে হত্যা করে। এছাড়াও আহত হয়েছে পাঁচ হাজারের অধিক।

এমএস

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত