আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ট্রেলিয়ায় রুশ কনস্যুলেটে গাড়ির ধাক্কা, একজন গ্রেপ্তার

আমার দেশ অনলাইন

অস্ট্রেলিয়ায় রুশ কনস্যুলেটে গাড়ির ধাক্কা, একজন গ্রেপ্তার
ছবি: রয়টার্স

অস্ট্রেলিয়ার সিডনিতে রাশিয়ার কনস্যুলেটের প্রধান গেটে একটি গাড়ি ধাক্কা দিয়েছে। এ ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল আটটার পর এ ঘটনা ঘটে। খবর বিবিসির।

নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানায়, সিডনির উলাহরা এলাকায় ফুলারটন স্ট্রিটে কনস্যুলেট ভবনের সামনে এ ঘটনা ঘটে। রুশ কনস্যুলেটের সামনে একটি অনুমোদনহীন গাড়ি দেখা গেলে ঘটনাস্থলে যায় পুলিশ। তারা গাড়ির চালকের সাথে কথা বলার চেষ্টা করলেন। তবে গাড়ির চালক কথা না বলে গাড়ি চালিয়ে সরাসরি কনস্যুলেটের গেটে ধাক্কা দেন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ৩৯ বছর বয়সী ওিই চালককে গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ ওই চালকের বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি। এ ঘটনায় এক কনস্টেবল আহত হয়েছেন।

একজন প্রত্যক্ষদর্শী সিডনি মর্নিং হেরাল্ডকে বলেছেন, কোনো ঝামেলা লড়াই ছাড়াই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, ‘আমি কেবল পুলিশকে ভদ্রলোকের দিকে বন্দুক তাক করতে দেখেছি, তাকে গাড়ি থেকে নামতে বলছিল পুলিশ।’

স্থানীয় টেলিভিশন চ্যানেল স্কাই নিউজ ও নাইনে সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, রাশিয়ার পতাকার খুঁটির পাশে একটি গাড়ি পড়ে আছে। গাড়িটির কাচ ভেঙে গেছে।

রুশ কনস্যুলেট এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন