আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি, তবে যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় জোটের নেতৃত্বে

আমার দেশ অনলাইন

ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত জার্মানি, তবে যুক্তরাষ্ট্র নয় ইউরোপীয় জোটের নেতৃত্বে
ছবি: বার্তা সংস্থা আনাদোলু

জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ জানিয়েছেন, ইউরোপীয় নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অংশ হিসেবে ইউক্রেনে সেনা পাঠাতে প্রস্তুত তার দেশ। তবে যুক্তরাষ্ট্র নয়, ইউরোপীয় জোটের নেতৃত্বে সেনা পাঠানোর কথা জানান তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশন জেডডিএফকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

জার্মান সশস্ত্র বাহিনী এই ধরনের মিশনে অংশগ্রহণ করবে কিনা, এমন প্রশ্নে মের্জ বলেন, ‘কোয়ালিশন অব দ্য উইলিংয়ে’ অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে। কেবল ইউরোপীয় দেশই নয়, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য দেশও এতে অন্তর্ভুক্ত রয়েছে। যদি কখনো এমনটি হয়, তাহলে রাশিয়ার সঙ্গে একটি যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত হবে।’

বিজ্ঞাপন

রোববার ও সোমবার বার্লিনে ইউক্রেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই দিনের আলোচনার পর, বেশ কয়েকটি ইউরোপীয় দেশ ইউরোপের নেতৃত্বে ‘ইউক্রেনের জন্য বহুজাতিক বাহিনী’ গঠনের পক্ষে অবস্থান নেয়। ইউরোপীয় নেতৃত্বাধীন এবং মার্কিন সমর্থিত এই বাহিনী ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীকে সমর্থন করতে এবং আকাশসীমা ও সমুদ্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তৈরি।

এরআগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েনের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এ বিষয়ে মের্জ বলেন, ‘পুতিন অনেক বিষয়ে না বললেও, পরবর্তীতে তাকে সম্মতি দিতে হয়।’

সূত্র: বার্তা সংস্থা আনাদোলু

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর

খুঁজুন