আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপের সাজার খবর

আমার দেশ অনলাইন

ব্রিটিশ গণমাধ্যমে টিউলিপের সাজার খবর
ছবি: সংগৃহীত

পূর্বাচল নতুন শহর প্রকল্পে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫ বছর, তার বোন শেখ রেহানার ৭ বছর এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিককে ২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। টিউলিপের সাজার খবর গুরুত্বসহকারে প্রকাশ করেছে ব্রিটিশ গণমাধ্যম।

বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তাকে কারাদণ্ড দিয়েছে বাংলাদেশের আদালত। দুর্নীতির অভিযোগে যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্রতিবেদনে আরো বলা হয়, লন্ডনে বসবাসকারী এবং অভিযোগ প্রত্যাখ্যানকারী টিউলিপের সাজা ভোগ করার সম্ভাবনা কম।

বিজ্ঞাপন

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করেছে, ‘দুর্নীতি মামলায় ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের কারাদণ্ড’। প্রতিবেদনে বলা হয়, প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে বাংলাদেশের একটি আদালত ব্রিটিশ সংসদ সদস্য এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। টিউলিপ আদালতে উপস্থিত না থাকায় তাদের অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

যুক্তরাজ্যের আরেক প্রভাবশালী গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশের আদালত ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে তার দুই বছরের কারাদণ্ড দিয়েছে।

আরেক বার্তা সংস্থা এপি তাদের প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা ও তার ভাগ্নী ব্রিটিশ আইন প্রণেতা টিউলিপ সিদ্দিক দুর্নীতির দায়ে দোষী সাব্যস্ত হয়েছেন।

বরাদ্দে জালিয়াতির অভিযোগে সোমবার বাংলাদেশের রাজধানীর একটি আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঁচ বছরের কারাদণ্ড এবং তার ভাগ্নি, ব্রিটিশ লেবার পার্টির আইন প্রণেতা টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দিয়েছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...