ইসরাইলের হামলায় ইরানের দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত

আমার দেশ অনলাইন
প্রকাশ : ১৩ জুন ২০২৫, ১০: ৩১
আপডেট : ১৩ জুন ২০২৫, ১১: ১২
ছবি: বিবিসি

ইরানের রাজধানী তেহরানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। শুক্রবার ভোরে তেহরানের উত্তর-পূর্বাঞ্চলের আশপাশের সামরিক স্থাপনা লক্ষ্য করে এ হামলা চালানো হয়।

বিজ্ঞাপন

এই হামলায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল হোসেইন সালামিসহ দুই শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন।

এর মধ্যে পরমাণু বিজ্ঞানীদের নাম প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। তাদের মধ্যে একজন হলেন— ফেরেয়দুন আব্বাসি, যিনি ইরানের পারমাণবিক শক্তি সংস্থা, এইওআই-এর সাবেক প্রধান। এইওআই ইরানের পারমাণবিক স্থাপনার দায়িত্বে রয়েছে। আব্বাসিকে ২০১০ সালে একবার হত্যার চেষ্টা করা হয়েছিল, তবে সে সময় তিনি বেঁচে যান।

নিহত অপর বিজ্ঞানীর নাম মোহাম্মদ মেহেদী তেহরানচি, যিনি তেহরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সভাপতি।

সূত্র: বিবিসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত