আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কতা

আমার দেশ অনলাইন

ইসরাইলি সেনাদের গণহারে দেশত্যাগ নিয়ে সতর্কতা
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

নতুন সংকটে পড়েছে ইসরাইলি সেনাবাহিনী। শত শত সেনা সদস্য পদত্যাগ পত্র জমা দিচ্ছেন। সেইসঙ্গে বেড়েছে সেনাসদস্যদের দেশত্যাগের সংখ্যা। যার ফলে কর্মী সংকটে পড়ছে দেশটির সেনাবাহিনী। এমন পরিস্থিতিতে সেনা সদস্যদের দেশত্যাগ সম্পর্কে সতর্ক করেছে ইসরাইলি সেনাবাহিনী।

ইসরাইলি গণমাধ্যমের বরাত দিয়ে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, চাকরি ছাড়ার জন্য শত শত আবেদন জমা পড়ছে। সেইসঙ্গে অফিসার এবং নন-কমিশনড অফিসাররা ব্যাপকহারে দেশত্যাগ করছেন।

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, ‘এখন পর্যন্ত নিয়মিত বাহিনীর অফিসার এবং এনসিওদের কাছ থেকে পদত্যাগের জন্য ৫০০টি আবেদন জমা পড়েছে’। তবে আবেদনগুলো কখন দাখিল করা হয়েছে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে যে সামরিক কর্মকর্তারা জনবল সংকট নিয়ে উদ্বিগ জানিয়েছেন। সেনাবাহিনী নিয়মিত বাহিনীতে কর্মরত স্থায়ী কর্মীদের কাছ থেকে আরো পদত্যাগের অনুরোধ আসতে পারে বলে ধারণা কর হচ্ছে।

সেনাবাহিনী হাজার হাজার অফিসার এবং নন-কমিশনড অফিসারদের পদত্যাগ না করার বিষয়ে রাজি করাতে হিমশিম খাচ্ছে বলে জানা গেছে।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর

খুঁজুন