আসন্ন হজ মৌসুমে মসজিদ আল-হারাম ও মসজিদে নববীর ভেতরে ছবি তোলায় সৌদি সরকার সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়িয়েছে। তবে এই তথ্যকে পুরোপুরি ভিত্তিহীন আখ্যা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বা কোনো সরকারি সংস্থা এই ধরনের নিষেধাজ্ঞা ঘোষণা করেনি। ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ইসমালিক ইনফরমেশন এ তথ্য নিশ্চিত করেছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি অ্যাকাউন্ট থেকে দাবি করা হয়, ভিড় কমানোর স্বার্থে হজ মৌসুমে মোবাইল ফোনসহ সব ধরনের ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ করা হবে। কিন্তু সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় কিংবা সরকারের অন্য কোনো সংস্থা এ তথ্য প্রকাশ বা সমর্থন করেনি।
দ্য ইসমালিক ইনফরমেশন জানিয়েছে, পবিত্র দুই মসজিদে ফটোগ্রাফি সংক্রান্ত কোনো নতুন নীতিমালা চালু হয়নি। আগের নিয়মই বহাল আছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, হজ ও রমজান মৌসুম ঘিরে প্রায়ই এ ধরনের ভুল তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এবং যাচাই-বাছাই ছাড়াই দ্রুত জনপ্রিয় হয়ে যায়। হাজিদের প্রতি অনুরোধ, তারা যেন শুধু সরকারের আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সূত্র থেকে পাওয়া তথ্যের ওপরই বিশ্বাস করেন।


যেসব রোগ থাকলে হজের অনুমতি দেবে না সৌদি আরব