আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

মুখ্যমন্ত্রীর উদ্বেগ

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যা হবে ৪০ শতাংশ

আমার দেশ অনলাইন

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যা হবে ৪০ শতাংশ
ছবি: সংগৃহীত

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে মুসলমান জনসংখ্যা বুদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, পরবর্তী আদমশুমারির তথ্য প্রকাশের আগ পর্যন্ত আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে আসামে মুসলিম জনসংখ্যা ছিল ৩৪ শতাংশ। তার দাবি, আদিবাসী অসমীয়া মুসলিম হিসেবে শ্রেণীবদ্ধ ৩ শতাংশ বাদে, বাকি ৩১ শতাংশ মুসলিম জনসংখ্যা বাংলাদেশি বংশোদ্ভূত।

বিজ্ঞাপন

মুখ্যমন্ত্রী আরো বলেন, ২০২১ সালে কোনো আদমশুমারি করা হয়নি। ২০২৭ সালে যখন আদমশুমারির প্রতিবেদন প্রকাশিত হবে, তখন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যা প্রায় ৪০ শতাংশ হবে।

তার এ মন্তব্য আসামে অভিবাসন, পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে সামনে এনেছে, বিশেষ করে ‘বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের’ পুরোনো বিতর্কের প্রেক্ষাপটে। রাজ্যে জনসংখ্যার ধারা পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই পূর্বাভাস রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ জনসংখ্যা ইস্যুতে তার গুরুত্বারোপকে স্বাগত জানালেও, অন্যরা বলছেন, এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...