আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজার প্রশাসন পরিচালনার জন্য তার ‘বোর্ড অব পিস’ সদস্যদের নাম ২০২৬ সালের শুরুতে ঘোষণা করবেন তিনি। বুধবার ওয়াশিংটন ডিসিতে আমেরিকার প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউসে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ট্রাম্প বলেন, ‘আগামী বছরের শুরুতেই আমরা এটি করব এবং বোর্ড অব পিস ইতিহাসের অন্যতম কিংবদন্তিতুল্য বোর্ড হবে। তারা এটি করতে চাচ্ছে। বস্তুত বিশ্বের গুরুত্বপূর্ণ দেশের প্রধানদের এখানে অন্তর্ভুক্ত করা হবে। তারা সবাই এটিতে আসতে চাচ্ছেন।’
গাজায় ট্রাম্পের যুদ্ধবিরতির পরিকল্পনায় একটি গুরুত্বপূর্ণ অংশ এ বোর্ড। পরিকল্পনার অধীনে গাজার প্রশাসনকে এ বোর্ড সহায়তা করবে। বোর্ডের চেয়ারম্যান হিসেবে ট্রাম্প নিজেই থাকবেন বলে আগে থেকে ঘোষণা দিয়ে রেখেছেন।
এদিকে জাতিসংঘে আমেরিকার দূত মাইক ওয়াল্টজ জানিয়েছেন, ট্রাম্পের গাজায় যুদ্ধবিরতি পরিকল্পনাকে এগিয়ে নিতে শিগগির নতুন ঘোষণা আসবে। বুধবার ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হ্যারজগের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ইসরাইলি প্রেসিডেন্টের দপ্তর থেকে বিবৃতিতে জানানো হয়, মাইক ওয়াল্টজ বলেছেন ট্রাম্পের নেতৃত্বে শিগগির বোর্ড অব পিস গঠন করা হবে। এছাড়া টেকনোক্র্যাট ফিলিস্তিনিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন গঠন করা হবে যাতে গাজার লোকজন মৌলিক সেবা থেকে বঞ্চিত না হয়।
বৈঠকে হ্যারজগ বলেন, এ প্রক্রিয়ায় বিলম্ব করা উচিত হবে না। যদি বেশি সময় অপেক্ষা করতে হয়, তবে অন্যরা শূন্যস্থান পূরণ করে ফেলবে। ইরান ইতোমধ্যে তার তৎপরতা শুরু করে দিয়েছে।
অপরদিকে জাতিসংঘে আমেরিকান মিশনের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, এ অঞ্চলকে ‘অস্থিতিশীল করতে চাওয়া’ ইরানকে সর্বোচ্চ চাপপ্রয়োগের জন্য উভয়ের মধ্যে কথা হয়েছে।

