পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহভাজন তিনটি জাহাজে চালানো মার্কিন হামলায় অন্তত আটজন নিহত হয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে। চলমান অভিযানের অংশ হিসেবে এসব হামলায় এখন পর্যন্ত ৯০ জনের বেশি প্রাণহানি ঘটেছে বলে জানানো হয়েছে।
মার্কিন সাউদার্ন কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, গোয়েন্দা তথ্য অনুযায়ী জাহাজগুলো পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুট ধরে চলাচল করছিল এবং সরাসরি মাদক পাচারে জড়িত ছিল।
বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে মোট আটজন পুরুষ “নার্কো-সন্ত্রাসী” নিহত হয়েছে। এর মধ্যে প্রথম জাহাজে তিনজন, দ্বিতীয় জাহাজে দুইজন এবং তৃতীয় জাহাজে তিনজন নিহত হন।
মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আন্তর্জাতিক মাদক পাচার রোধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসআর

