ইয়েমেনে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার বিবদমান বিভিন্ন পক্ষকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে। শনিবার ইয়েমেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা নিউজ এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়। ইয়েমেনের এ আহ্বানকে স্বাগত জানিয়ে সৌদি আরবের পক্ষ থেকেও বিবদমান পক্ষগুলোকে রিয়াদে অনুষ্ঠিতব্য সংলাপে বসার আহ্বান জানানো হয়।
তবে রাজধানী সানা নিয়ন্ত্রণকারী ইরান সমর্থিত হুথি যোদ্ধাদের এ সংলাপ থেকে বাদ রাখা হয়েছে।
শনিবার সৌদি সমর্থিত আন্তর্জাতিক স্বীকৃত সরকারের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের (পিএলসি) চেয়ারম্যান রশিদ আল-আলিমি দক্ষিণ ইয়েমেনের সব পক্ষকে রিয়াদে সংলাপের জন্য আহ্বান জানান। এক বিবৃতিতে আল-আলিমি চলমান সংঘাতের সমাধানে ন্যায্যতা ও মূল উদ্দেশ্যের প্রতি মনোযোগের আহ্বান জানান।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের হাযরামাউত ও আল-মাহরা প্রদেশে সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) বিপুল অঞ্চল দখল এবং এর ধারাবাহিকতায় সৌদি আরবের বিমান হামলার পর এ বিবৃতি এলো।
পিএলসির পক্ষ থেকে সংলাপের আহ্বানকে স্বাগত জানিয়ে শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে দক্ষিণ ইয়েমেনের বিবদমান সব পক্ষকে রিয়াদে সংলাপে আসার আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দক্ষিণের বিবাদের ন্যায্য সমাধানের জন্য সর্বাঙ্গীণ ব্যবস্থাপনার জন্য এ সংলাপের প্রয়োজন।
ইয়েমেনে হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে বছরের পর বছর সহযোগিতা দিয়ে এসেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। এ লড়াইয়ে আবুধাবির সমর্থনপুষ্ট এসটিসিও অংশীদার ছিল। সাম্প্রতিক সময়ে গ্রুপটি দক্ষিণ ইয়েমেনে স্বাধীনতার দাবি তুলেছে। এসটিসি দুই বছরের মধ্যে ‘দক্ষিণ আরব’ রাষ্ট্র প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশ করেছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ভেনেজুয়েলায় বিনা মূল্যে ইন্টারনেট চালু করছেন ইলন মাস্ক
মিয়ানমারে জান্তাবিরোধীদের হামলায় ৪০ সেনা নিহত