ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে বিশেষ গুরুত্ব দেবে ইরান—এমন ঘোষণা দিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌর। ইরানের সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে জানানো হয়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দিবসের অনুষ্ঠানে পাকপৌর বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পার্থক্য তৈরি করতে পারে। সংঘাতের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং সরাসরি আঘাতের সক্ষমতাকেই তিনি সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের কথা স্মরণ করে তিনি দাবি করেন, ইরান এমন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, যার হাতে ছিল সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। তাঁর মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও অভ্যন্তরীণ সংহতির সামনে বিদেশি শত্রুরা শেষ পর্যন্ত পরাজয় মেনে যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হয়।
পাকপৌর আরও বলেন, এখন শত্রুরা জানে—ইরানের সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় স্পষ্ট ও শক্তিশালী। ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে হামলার আগে তারা আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার সম্ভাবনা মাথায় রাখবে।
এসআর

