আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

‘মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ১০০ জন নিহত’

আমার দেশ অনলাইন

‘মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ১০০ জন নিহত’

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে দেশটিতে পরিচালিত মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কারাকাস। বুধবার (৭ জানুয়ারি) একথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো।

বিজ্ঞাপন

এর আগে নিহতদের সংখ্যা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি ভেনেজুয়েলা সরকার। তবে দেশটির সেনাবাহিনী পৃথকভাবে ২৩ জন নিহত সেনাসদস্যের নামের একটি তালিকা প্রকাশ করেছে। ভেনেজুয়েলার কর্মকর্তাদের ভাষ্য, মাদুরোর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য একটি অংশকে পরিকল্পিতভাবে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যও এই অভিযানে নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো আরও বলেন, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়া হয় এবং তিনি মাথায় আঘাত পান। মাদুরো নিজেও পায়ে আহত হয়েছেন বলে জানান তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো নিহত সেনাসদস্যদের ‘সাহসী’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, নিহতদের স্মরণে সরকার গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন