আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইসরাইলি হামলায় আরো ৫৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ইসরাইলি হামলায় আরো ৫৬ ফিলিস্তিনি নিহত
ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে আরো ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো শতাধিক। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বিজ্ঞাপন

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে দুই হাজার ১শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরো ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হওয়া আরো ১০৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের এই আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন