আমার দেশ অনলাইন
তাইওয়ান প্রণালী অতিক্রম করায় কানাডা ও অস্ট্রেলিয়ার দুই যুদ্ধজাহাজের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীতে "উস্কানিমূলক কার্যকলাপের" জন্য তারা কানাডিয়ান ফ্রিগেট এবং অস্ট্রেলিয়ান গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সতর্ক করেছে।
রোববার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, “এই দুই দেশের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং ভুল বার্তা দিচ্ছে।”
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের যুদ্ধজাহাজ আন্তর্জাতিক আইন মেনেই গত ৬ ও ৭ সেপ্টেম্বর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এক মুখপাত্র বলেন, “এইচএমএএস ব্রিসবেন, কানাডার ভিলে ডি কুইবেক ফ্রিগেটের সঙ্গে যৌথভাবে এই ট্রানজিট পরিচালনা করেছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
কানাডিয়ান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা বর্তমানে মোতায়েন করা জাহাজের নির্দিষ্ট গতি পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে না। তবে জানানো হয়েছে, ভিলে ডি কুইবেক ‘অপারেশন হরাইজন’-এর আওতায় ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। সম্প্রতি এটি ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি অভিযানে অংশ নেয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা প্রণালীতে সবধরনের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে যাতে তাইওয়ানের চারপাশে স্থিতিশীলতা বজায় থাকে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ কানাডা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজ প্রায় প্রতি মাসে একবার করে তাইওয়ান প্রণালী অতিক্রম করে থাকে। তারা একে আন্তর্জাতিক জলপথ হিসেবেই বিবেচনা করে, একই মত পোষণ করে তাইওয়ানও। তবে চীন এই অঞ্চলকে নিজের অংশ হিসেবে দাবি করে এবং এমন কর্মকাণ্ডকে "উস্কানি" হিসেবে দেখে।
তাইওয়ান প্রণালী অতিক্রম করায় কানাডা ও অস্ট্রেলিয়ার দুই যুদ্ধজাহাজের তীব্র সমালোচনা করেছে চীন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, প্রণালীতে "উস্কানিমূলক কার্যকলাপের" জন্য তারা কানাডিয়ান ফ্রিগেট এবং অস্ট্রেলিয়ান গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ার এর গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সতর্ক করেছে।
রোববার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে জানায়, “এই দুই দেশের কর্মকাণ্ড আঞ্চলিক নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে এবং ভুল বার্তা দিচ্ছে।”
অন্যদিকে, অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে তাদের যুদ্ধজাহাজ আন্তর্জাতিক আইন মেনেই গত ৬ ও ৭ সেপ্টেম্বর তাইওয়ান প্রণালী অতিক্রম করেছে। এক মুখপাত্র বলেন, “এইচএমএএস ব্রিসবেন, কানাডার ভিলে ডি কুইবেক ফ্রিগেটের সঙ্গে যৌথভাবে এই ট্রানজিট পরিচালনা করেছে, যা আন্তর্জাতিক সমুদ্র আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।”
কানাডিয়ান সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, তারা বর্তমানে মোতায়েন করা জাহাজের নির্দিষ্ট গতি পরিকল্পনা নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে না। তবে জানানো হয়েছে, ভিলে ডি কুইবেক ‘অপারেশন হরাইজন’-এর আওতায় ইন্দো-প্রশান্ত অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় কাজ করছে। সম্প্রতি এটি ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে নৌ চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে একটি অভিযানে অংশ নেয়।
তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তারা প্রণালীতে সবধরনের কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং উপযুক্ত প্রতিরক্ষা প্রস্তুতি নিয়েছে যাতে তাইওয়ানের চারপাশে স্থিতিশীলতা বজায় থাকে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রসহ কানাডা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজ প্রায় প্রতি মাসে একবার করে তাইওয়ান প্রণালী অতিক্রম করে থাকে। তারা একে আন্তর্জাতিক জলপথ হিসেবেই বিবেচনা করে, একই মত পোষণ করে তাইওয়ানও। তবে চীন এই অঞ্চলকে নিজের অংশ হিসেবে দাবি করে এবং এমন কর্মকাণ্ডকে "উস্কানি" হিসেবে দেখে।
উগান্ডা পুলিশ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় রাত সোয়া ১২টার দিকে কাম্পালা-গুলু হাইওয়েতে বিপরীত দিকে আসা দুটি বাস মুখোমুখি হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে গেলে একটি বাস উল্টে যায়। আর এ সময় দুর্ঘটনা থেকে বাঁচতে অন্যান্য যানবাহনগুলোও উল্টে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেআফগানিস্তান-যুক্তরাষ্ট্রের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটে ২০২১ সালে। দুই দশক ধরে চলা, এই যুদ্ধের কারণে বৈরী সম্পর্ক রয়েছে দেশ দুটির মধ্যে, তবে এমন সম্পর্ক থেকে উত্তরণ চায় ইসলামিক আমিরাত আফগানিস্তান। যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়নই এখন তাদের লক্ষ্য।
২ ঘণ্টা আগেভারতের উত্তর প্রদেশের একটি শিল্পনগরী এলাকা কানপুর। গত ৪ সেপ্টেম্বর কানপুরের মুসলিম অধ্যুষিত এলাকা সৈয়দ নগরে ঈদে মিলাদুন্নবি উদ্যাপন উপলক্ষে সন্ধ্যায় একটি সাইনবোর্ড টাঙানো হয়।
৪ ঘণ্টা আগেসম্প্রতি বায়ু দূষণ কমানোর জন্য রাজধানীতে পেট্রোলচালিত মোটরবাইকের উপর নিষেধাজ্ঞা জারি করে ভিয়েতনাম প্রশাসন। যা ২০২৬ সালের মাঝামাঝি থেকে কার্যকর হওয়ার কথা। তবে, পরিকল্পিত এই নিষেধাজ্ঞার ফলে ৪.৬ বিলিয়ন ডলারের বাজার হারাবে বলে আশঙ্কা করছে জাপান সরকার এবং দেশের কিছু শীর্ষস্থানীয় নির্মাতা।
৪ ঘণ্টা আগে