আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বের কাছে ইমরানের সাহায্যের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিশ্বের কাছে ইমরানের সাহায্যের আহ্বান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী রাজনৈতিক দল পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান দেশটিতে সুবিচার এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সাহায্যের জন্য আহ্বান জানিয়েছেন। শুক্রবার আমেরিকান সাময়িকী টাইম ম্যাগাজিনে তার নামে প্রকাশিত এক নিবন্ধে এ আহ্বান জানানো হয়।

ওই নিবন্ধে ইমরান খান পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতার জেরে দেশটিতে গণতান্ত্রিক ব্যবস্থার ভাঙনে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতি পাকিস্তানের ইতিহাসে অন্যতম চ্যালেঞ্জিং একসময়।

বিজ্ঞাপন

নিবন্ধে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বলেন, দেশটিতে পার্লামেন্ট একক কর্তৃত্বপরায়ণ সরকারের রাবার স্ট্যাম্পে পরিণত হয়েছে। আইনসভার কাজই হচ্ছে বিচার বিভাগীয় স্বাধীনতা খর্ব করা, মুক্তকণ্ঠ রোধ করা এবং সব ধরনের বিরোধী মতকে অপরাধী হিসেবে গণ্য করা। তিনি বলেন, তার বন্দিত্ব এবং তার বিরুদ্ধে অভিযোগ সবকিছুই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। এর মাধ্যমে গণতন্ত্রের জন্য তার প্রচেষ্টাকে রোধ করার চেষ্টা হচ্ছে। ব্যক্তিগত কোনো লাভের জন্য নয়, বরং তিনি সংগ্রাম করছেন দেশের গণতন্ত্রের জন্য, যা শুধু পাকিস্তানের জন্যই নয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য জরুরি।

ইমরান খান তার নিবন্ধে পাকিস্তানের কৌশলগত গুরুত্বের কথা উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দেশটির সংকট সমাধানের জন্য সাহায্য করা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন