অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন অবৈধ বসতি স্থাপনের অনুমোদন দেয়ায় ইসরাইলের নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, কানাডা, ডেনমার্ক ও ফ্রান্সসহ ১৪ দেশ। যৌথ বিবৃতিতে দেশগুলো বলছে, এই পদক্ষেপ অবৈধ এবং গাজা যুদ্ধবিরতি ও এই অঞ্চলজুড়ে দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। খবর আল জাজিরার।
দেশগুলো বলছে, ইসরাইলের পদক্ষেপ ‘আন্তর্জাতিক আইন লঙ্ঘন’ এবং গাজায় ভঙ্গুর যুদ্ধবিরতিকে ঝুঁকিতে ফেলছে। মধ্যস্থতাকারীরা যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় বাস্তবায়নের জন্য কাজ করছেন।
বিবৃতিতে বলা হয়, ‘আমরা, বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক, ফ্রান্স, জার্মানি, ইতালি, আইসল্যান্ড, আয়ারল্যান্ড, জাপান, মাল্টা, নেদারল্যান্ডস, নরওয়ে, স্পেন এবং যুক্তরাজ্য ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভার অধিকৃত পশ্চিম তীরে ১৯টি নতুন বসতি স্থাপনের অনুমোদনের নিন্দা জানাই।’
এতে আরো বলা হয়, ‘আমরা যেকোনো ধরণের সংযুক্তি এবং বসতি স্থাপন সম্প্রসারণের নীতির বিরুদ্ধে আমাদের স্পষ্ট বিরোধিতা স্মরণ করিয়ে দিচ্ছি। আমরা ইসরাইলকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার আহ্বান জানাই।’
ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করা হয় বিবৃতিতে। এতে দ্বিরাষ্ট্রীয় সমাধানের ভিত্তিতে ন্যায্য এবং স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতি তুলে ধরা হয়।
রোববার ইসরাইলের কট্টর-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচ জানিয়েছেন, বসতি স্থাপন পরিকল্পনার প্রতি সবুজ সংকেত দিয়েছে কর্তৃপক্ষ। তিনি জানান, এই সিদ্ধান্তের লক্ষ্য ভবিষ্যতের ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা প্রতিরোধ করা।
আরএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


পাকিস্তানের নিরাপত্তার প্রতি হুমকি সহ্য করা হবে না: আসিম মুনির
পোপ হিসেবে প্রথমবার বড়দিনের প্রার্থনায় লিও চতুর্দশ