রাশিয়া আগামী তিন থেকে চার বছরের মধ্যেই ইউরোপকে একটি বাস্তব সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে পারে। ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা ও মহাকাশ কমিশনার আন্দ্রিয়াস কুবিলিয়াস এ পরিস্থিতিকে ইউরোপে রাশিয়ার সংঘাতের পরীক্ষা বলে সতর্ক করেছেন। এ কারণে ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা দ্রুত ও সুসংহত জোরদার করা জরুরি বলে তিনি মন্তব্য করেন।
শনিবার ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেত্তোর সঙ্গে বৈঠকের পর দেশটির দৈনিক লা স্ট্যাম্পাকে দেওয়া সাক্ষাৎকারে কুবিলিয়াস এই আলোচনাকে ‘উচ্চ-স্তরের কৌশলগত সংলাপ’ হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সমস্যা শুধু বর্তমান নয়, বরং ভবিষ্যতের। রাশিয়ার অর্থনীতি কার্যত একটি যুদ্ধ অর্থনীতিতে পরিণত হয়েছে, যা ইউরোপের জন্য দীর্ঘমেয়াদি নিরাপত্তা ঝুঁকি তৈরি করছে।
কুবিলিয়াস দুটি বড় চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘রাশিয়ার সম্ভাব্য আগ্রাসনের হুমকি রয়েছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট সতর্কতা দিয়ে জানিয়েছে- আগামী তিন বা চার বছরের মধ্যে, রাশিয়া আমাদের পরীক্ষার জন্য একটি বাস্তব সংঘাতে জড়াতে পারে। দ্বিতীয়ত চ্যালেঞ্জটি হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় নিরাপত্তায় আরো বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানাচ্ছে, কেননা, তারা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অধিক সম্পদ বরাদ্দ করতে চায়।
তিনি বলেন, পূর্ণাঙ্গ ইউরোপীয় প্রতিরক্ষা সক্ষমতা অর্জনে সময় লাগলেও নতুন আর্থিক উপকরণ ও কৌশলগত পরিকল্পনার মাধ্যমে অগ্রগতি দ্রুত হচ্ছে। বিশেষ করে মহাকাশভিত্তিক তথ্য, গোয়েন্দা সক্ষমতা ও স্যাটেলাইট যোগাযোগে ইউরোপ এখনো যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল।
ন্যাটোর ভবিষ্যৎ প্রসঙ্গে কুবিলিয়াস বলেন, যুক্তরাষ্ট্র জোট ত্যাগ করবে—এমন আশঙ্কা না থাকলেও ইউরোপকে জোটের ভেতরে বৃহত্তর দায়িত্ব নিতে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরো বলেন, যুক্তরাজ্য, নরওয়ে ও ইউক্রেনকে অন্তর্ভুক্ত করে একটি সম্ভাব্য ইউরোপীয় প্রতিরক্ষা ইউনিয়ন নিয়ে আলোচনা শুরু করা উচিত। ইউরোপীয় সেনাবাহিনীর ধারণা কঠিন হলেও আগামী পাঁচ থেকে দশ বছরের লক্ষ্য সামনে রেখে খোলামেলা আলোচনা জরুরি বলে মন্তব্য করেন তিনি।


রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা, কী আছে তাতে