আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কার্বন নিঃসরণ কমাতে চীনের যুগান্তকারী অঙ্গীকার

আমার দেশ অনলাইন
কার্বন নিঃসরণ কমাতে চীনের যুগান্তকারী অঙ্গীকার
ছবি: আল জাজিরা

এই প্রথমবারের মতো কার্বন নিঃসরণ কমাতে চূড়ান্ত লক্ষ্য ঘোষণা করলো চীন। নিউইয়র্কে জাতিসংঘ অধিবেশনে ভিডিওতে দেয়া ভাষণে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ২০৩৫ সালের মধ্যে গ্রিনহাউস গ্যাস নির্গমন ৭ থেকে ১০ শতাংশ কমানো হবে। কার্বন নিঃসরণের বৃহত্তম উৎস হচ্ছে বেইজিং। খবর বিবিসির।

এই ঘোষণা এমন এক সময়ে এলো, যখন মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি থেকে সরে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার জলবায়ু পরিবর্তনকে ‘প্রতারণামূলক কাজ’ বলে অভিহিত করেছেন।

বিজ্ঞাপন

চীনের প্রেসিডেন্ট বলেন, ‘এই লক্ষ্যমাত্রা প্যারিস চুক্তির ওপর ভিত্তি করে নেয়া হয়েছে। এটা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় চীনের সর্বোত্তম প্রচেষ্টার প্রতিফলিত করে।’

তিনি জানান, চীন নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার ৩০ শতাংশের বেশি বাড়াবে। পাশাপাশি ২০২০ সালের তুলনায় বায়ু ও সৌরবিদ্যুৎ উৎপাদন ক্ষমতাতা ছয়গুণ বৃদ্ধি করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

জিনপিং জানান, নতুন যানবাহন বিক্রিতে ‘নতুন জ্বালানির যানবাহন’কে মূলধারায় পরিণত করা হবে।

তবে কোনো কোনো সমালোচক বলছেন, চীনের পরিকল্পনা বিশ্বব্যাপী জলবায়ু লক্ষ্য অর্জনে আশানুরূপ অগ্রগতি অর্জন করতে পারেনি। বার্লিন-ভিত্তিক পলিসি ইনস্টিটিউট ক্লাইমেট অ্যানালিটিক্সের সিইও বিল হেয়ার আল জাজিরাকে বলেন, দুর্ভাগ্যবশত এটা খুবই হতাশাজনক। চীন এর চেয়ে অনেক ভালো করতে পারে।’ আগামী নভেম্বরে জলবায়ু সম্মেলনে অংশ নেবেন বিশ্বনেতারা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

স্বৈরাচার দেশে জুলুমতন্ত্র কায়েম করে সবকিছু লুটেপুটে নিয়েছে: জাহিদুল ইসলাম

৩০০ কোটি টাকা বাজেটে নতুন বাবরি মসজিদের ভিত্তি স্থাপন ভারতে

তালাকের পর আবার বিয়ে, যে ব্যাখ্যা দিলেন আবু ত্বহার স্ত্রী সাবিকুন নাহার

আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারাল বাংলাদেশ

আলেম-ওলামাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে তা রুখে দেওয়া হবে

এলাকার খবর
খুঁজুন