দুই লক্ষ্যে অনলাইনে মদ বিক্রির অনুমোদন দিতে যাচ্ছে কেরালা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৫, ১৯: ৪৯
আপডেট : ১০ আগস্ট ২০২৫, ২০: ১৮
ছবি: সংগৃহীত

ভারতের কেরালা রাজ্যে অনলাইনের মাধ্যমে মদ বিক্রি এবং হোম ডেলিভারির একটি প্রস্তাব বর্তমানে রাজ্য সরকারের বিবেচনাধীন রয়েছে। কেরালা স্টেট বেভারেজ কর্পোরেশন এই উদ্যোগ গ্রহণের মাধ্যমে মদের দোকানে ভিড় কমানো এবং রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্য রাখছে।

বিজ্ঞাপন

রোববার ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়,প্রস্তাব অনুযায়ী, ২৩ বছর বা তার বেশি বয়সের ভোক্তারা বয়স যাচাইয়ের মাধ্যমে অনলাইনে মদ অর্ডার করতে পারবেন। তবে এই সুবিধা চালু করার জন্য রাজ্যের আবকারি আইন সংশোধনের প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কেরালায় বর্তমানে প্রায় ২৭৮টি বেভারেজ পরিচালিত মদের দোকান রয়েছে, যা পার্শ্ববর্তী রাজ্য যেমন তামিলনাডু ও কর্নাটকের তুলনায় তুলনামূলক কম। দীর্ঘ লাইন ও ভিড়ের কারণে মদের দোকানগুলোতে বেশকিছু সমস্যা তৈরি হচ্ছে। অনলাইনে হোম ডেলিভারির মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

কোভিড-১৯ মহামারির সময় অনলাইনে মদের অর্ডার দেওয়ার ব্যবস্থা ছিল, তবে তখন সরাসরি ঘরে ডেলিভারির ব্যবস্থা চালু হয়নি। বিশেষ করে চিকিৎসকের পরামর্শে নিয়মিত মদপানকারী ব্যক্তিদের জন্য সাময়িক সরবরাহ ব্যবস্থা করা হয়েছিল।

কেরালা রাজ্য মদ বিক্রি থেকে উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব অর্জন করে থাকে। ২০২৩-২৪ অর্থবছরে এই আয়ের পরিমাণ ছিল প্রায় ১৯ হাজার কোটি রুপি, যা রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে ব্যয় হয়।

বেভারেজ কর্মকর্তা আশাবাদ ব্যক্ত করেছেন, অনলাইনে মদ ডেলিভারি চালু হলে বিশেষত প্রিমিয়াম ব্র্যান্ডের বিক্রি বাড়বে এবং রাজস্ব আয় বৃদ্ধি পাবে।

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত