আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইয়েমেনে জরুরি অবস্থা, ইউএইর সঙ্গে নিরাপত্তা চুক্তি প্রত্যাহার

আমার দেশ অনলাইন

ইয়েমেনে জরুরি অবস্থা, ইউএইর সঙ্গে নিরাপত্তা চুক্তি প্রত্যাহার

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সমর্থিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী ইয়েমেনের বিস্তীর্ণ এলাকা দখলে নেওয়ার পর দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের প্রধান এ ঘোষণা দেন এবং একই সঙ্গে ইউএইর সঙ্গে করা নিরাপত্তা ও প্রতিরক্ষা চুক্তি বাতিলের সিদ্ধান্ত জানান।

বিজ্ঞাপন

এক সরকারি বিবৃতিতে বলা হয়, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যৌথ প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হলো। রিয়াদ থেকে বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

এ ছাড়া পৃথক এক ডিক্রিতে ৯০ দিনের জন্য জরুরি অবস্থা জারির ঘোষণা দেওয়া হয়। জরুরি ব্যবস্থার অংশ হিসেবে প্রথম ৭২ ঘণ্টার জন্য আকাশ, স্থল ও সমুদ্রপথে অবরোধ আরোপ করা হয়েছে বলে জানানো হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...