আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পাকিস্তানে তুষার সরাতে গিয়ে সেনাসহ নিহত ৩

আমার দেশ অনলাইন

পাকিস্তানে তুষার সরাতে গিয়ে সেনাসহ নিহত ৩
ছবি: জিও নিউজ

পাকিস্তানের গিলগিট বালতিস্তানে জমে থাকা তুষার সরাতে গিয়ে সেনা সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন, একজন সৈনিক এবং একজন বেসামরিক মেশিন অপারেটর রয়েছেন। খবর জিও নিউজের।

এক বিবৃতিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, গত ২ থেকে ৩ জানুয়ারি রাতে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে তুষার অপসারণ করা হয়। ক্যাপ্টেন আসমাদ একাজে নেতৃত্ব দেন।

বিজ্ঞাপন

গত ৩ জানুয়ারি রাত ২টার দিকে ভারী তুষারপাতে ক্যাপ্টেন আসমাদ দুই সেনা এবং বেসামরিক মেশিন অপারেটরসহ আটকা পড়েন। পরবর্তীতে তাদের চারজনকে উদ্ধার করা হয়। তবে ক্যাপ্টেন আসমাদ, সিপাহি রিজওয়ান এবং মেশিন অপারেটর এশার অবস্থার অবনতি হয় এবং তিনজনই মারা যান।

বিবৃতিতে বলা হয়, ‘তারা চরম বৈরি আবহাওয়ার মধ্যেও সামরিক বাহিনীর চলাচল সহজতর করতে একটি চ্যালেঞ্জিং অভিযান পরিচালনা করেছেন এবং চূড়ান্ত ত্যাগ স্বীকার করেছেন।’

আইএসপিআর আরো জানিয়েছে, তাদের ত্যাগ এবং কর্তব্যের প্রতি নিষ্ঠা সাক্ষ্য দেয়, পাকিস্তান সশস্ত্র বাহিনীর সকল সদস্য মাতৃভূমিকে রক্ষা করতে দৃঢ়প্রতিজ্ঞ এবং কর্তব্য পালন এবং নিষ্ঠার সাথে কাজ করতে তাদের জীবন উৎসর্গ করতে দ্বিধা করে না।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন