সিরিয়ার আলেপ্পোয় সেনাবাহিনী ও কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে চলমান সংঘর্ষ আরো তীব্র হয়েছে। এলাকা ছেড়ে পালাচ্ছে হাজার হাজার মানুষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলেপ্পোয় কারফিউ জারি করেছে প্রশাসন। খবর আল জাজিরার।
বৃহস্পতিবার আলেপ্পোর অভ্যন্তরীণ নিরাপত্তা কমান্ড এক বিবৃতিতে জানায়, আশরাফিহ, শেখ মাকসুদ, বানি জেইদ, আল-সিরিয়ান, আল-হুলোক এবং আল-মিদানের আশপাশে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।
কর্তৃপক্ষ জানায়, এই পদক্ষেপের লক্ষ্য বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং জানমালের যেকোনো ঝুঁকি এড়ানো।
বিবৃতিতে বলা হয়, ‘এই কারফিউ চলাকালে জনসাধারণের চলাচল নিষিদ্ধ থাকবে।’
আলেপ্পোর মিডিয়া বিভাগের পরিচালক আল জাজিরাকে বলেন, এ সপ্তাহের শুরুতে সিরিয়ার সেনাবাহিনী ও এসডিএফের মধ্যে লড়াই শুরু হওয়ার পর থেকে আশরাফিহ ও শেখ মাকসুদ থেকে লক্ষাধিক মানুষ পালিয়ে গেছে।
সিরিয়ার সেনাবাহিনীর অভিযোগে, এসডিএফ কামান ও মর্টার শেল দিয়ে বেসামরিক এলাকায় হামলা চালাচ্ছে। এতে এ সপ্তাহে আলেপ্পোয় কমপক্ষে ২২ জন নিহত এবং ১৭৩ জন আহত হয়েছে।
কুর্দি নেতৃত্বাধীন এই গোষ্ঠী অভিযোগ অস্বীকার করে বলেছে, দামেস্ক সরকারের সঙ্গে সম্পৃক্ত গোষ্ঠীগুলোর হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।
আরএ/এসআই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


ইরানে ইন্টারনেটের পর এবার মোবাইল নেটওয়ার্কও বন্ধের পথে
আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প