আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জরিপের তথ্য

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান

আমার দেশ অনলাইন

ইউক্রেন যুদ্ধ সমাপ্তির বিষয়ে আশাবাদী বেশিরভাগ রাশিয়ান
ছবি: সংগৃহীত

২০২৬ সালে ইউক্রেন যুদ্ধ শেষ হবে বলে আশাবাদী রাশিয়ার বেশিরভাগ মানুষ। কারণ রাশিয়ার বাহিনী যুদ্ধক্ষেত্রে অগ্রসর হচ্ছে এবং কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর প্রচেষ্টা জোড়ালো হচ্ছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন জনমত গবেষণা কেন্দ্র (ভিটিএসআইওএম) এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

বিদায়ী বছর এবং আসন্ন বছরের প্রত্যাশা সম্পর্কে ভিটিএসআইওএমের বার্ষিক জরিপে দেখা যায়, ২০২৬ সাল নিয়ে বেশ আশাবাদী রাশিয়ার জনগণ।

বিজ্ঞাপন

সংস্থাটি অনলাইনে প্রকাশিত তাদের জরিপের ফলাফলের পর্যালোচনায় জানায়, ‘পরবর্তী বছরের প্রত্যাশা অনেক বেশি। অন্য কথায় বর্তমান পরিস্থিতির নেতিবাচক ধারণা বজায় থাকলেও, রাশিয়ানরা ভবিষ্যতের অগ্রগতির সম্ভাবনা নিয়ে বেশি আশাবাদী।’

সংস্থাটির উপ-প্রধান মিখাইল মামোনভ বলেছেন, জরিপে অংশগ্রহণকারী এক হাজার ৬০০ জনের মধ্যে ৭০ শতাংশ ২০২৬ সালকে রাশিয়ার জন্য এই বছরের তুলনায় বেশি ‘সফল’ বছর হিসেবে দেখছেন। আর ৫৫ শতাংশ উত্তরদাতা আশা করেন, আসছে বছর ইউক্রেন যুদ্ধ শেষ হবে।’

মামোনভ বলেন, আশাবাদের মূল কারণ হলো, জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিশেষ সামরিক অভিযানের সম্ভাব্য সমাপ্তির বিষয়ে প্রেসিডেন্ট পুতিনের ইঙ্গিত।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...