আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের জেরে কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়

আমার দেশ অনলাইন

দিল্লিতে গাড়ি বিস্ফোরণের জেরে কাশ্মীরে চলছে ব্যাপক ধরপাকড়
ছবি: টিআরটি ওয়ার্ল্ড

দিল্লিতে লাল কেল্লার কাছে সোমবার ভয়াবহ গাড়ি বিস্ফোরণের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ব্যাপক ধরপাকড় চলছে। বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। আটক হয়েছে হাজারো মানুষ। খবর টিআরটি ওয়ার্ল্ডের

বুধবার ভারত সরকার নিশ্চিত করেছে, তারা সোমবারের গাড়ি বিস্ফোরণকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে বিবেচনা করছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

ভারত-শাসিত কাশ্মীরে ব্যাপক তল্লাশি অভিযানে এক হাজারের বেশি মানুষ আটক হয়েছে। কাশ্মীরের কয়েকশ বাড়িতে তল্লাশি চালিয়েছে নিরাপত্তা বাহিনী।

যারা এরইমধ্যে ‘ভারত বিরোধিতার’ অভিযোগে আটক রয়েছেন, বেশিরভাগ ক্ষেত্রে তাদের বাড়িতেই আবারো অভিযান চালানো হচ্ছে।

ভারত শাসিত কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি তদন্তের নামে কাশ্মীরিদের ভয় দেখানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, ‘এই তদন্তকে কেবল তদন্ত হিসেবেই বিবেচনা করুন। কারো অপরাধ এখনো প্রমাণিত না হলেও, সন্দেহের ভিত্তিতে আপনারা মা, বাবা, ভাই এবং বোনদের গ্রেপ্তার করছেন। এটা এভাবে হওয়া উচিত নয়।’

অধিকার গোষ্ঠীগুলো কাশ্মীরে ভারতীয় পুলিশের ব্যাপক ক্ষমতার সমালোচনা করে আসছে। ভারতীয় মিডিয়ায় কাশ্মীরি মুসলমানদের বিরুদ্ধে ‘ঘৃণা’ প্রচারের বিরুদ্ধেও সতর্ক করে দিয়েছেন মানবাধিকার কর্মীরা।

আরএ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন