আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জব্দকৃত তেলের ট্যাংকার ভেনেজুয়েলাকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

জব্দকৃত তেলের ট্যাংকার ভেনেজুয়েলাকে ফেরত দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র সম্প্রতি জব্দ করা একটি তেলের ট্যাংকার ভেনেজুয়েলার কাছে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন । খবর রয়টার্সের।

বিজ্ঞাপন

জাহাজটির নাম এম/টি সোফিয়া। এটি পানামার পতাকাবাহী একটি সুপারট্যাংকার। কেন যুক্তরাষ্ট্র ট্যাংকারটি ফেরত দিচ্ছে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

গত কয়েক মাস ধরে ভেনেজুয়েলার সঙ্গে সংশ্লিষ্ট তেলের ট্যাংকারগুলোর বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে যুক্তরাষ্ট্র। গত বছরের শেষ ভাগ থেকে এ পর্যন্ত অন্তত সাতটি ট্যাংকার জব্দ করা হয়েছে।

চলতি বছরের ৭ জানুয়ারি মার্কিন কোস্ট গার্ড ও সামরিক বাহিনী যৌথ অভিযানে তেল বহনরত অবস্থায় এম/টি সোফিয়া জব্দ করে। সে সময় মার্কিন প্রশাসন জানায়, জাহাজটি ছিল একটি ‘রাষ্ট্রহীন ও নিষেধাজ্ঞাভুক্ত ডার্ক ফ্লিট ট্যাংকার’। বর্তমানে ট্যাংকারটিতে তেল আছে কি না, তা নিশ্চিত করা যায়নি।

এ বিষয়ে মার্কিন কোস্ট গার্ড ও ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয় তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...