আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত অন্তত ১৯, জরুরি অবস্থা জারি

আমার দেশ অনলাইন

চিলিতে ভয়াবহ দাবানলে নিহত অন্তত ১৯, জরুরি অবস্থা জারি

দক্ষিণ চিলিতে ভয়াবহ দাবানলে অন্তত ১৯ জন নিহত হয়েছে এবং ৫০ হাজারের বেশি মানুষ ঘরছাড়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। প্রবল বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে নিয়ন্ত্রণহীন আগুন নুবল ও বিয়োবিও অঞ্চলের একাধিক জনপদ গ্রাস করেছে। অঞ্চল দুটি রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

বিজ্ঞাপন

দুই দিন ধরে জ্বলতে থাকা আগুনে ঘরবাড়ি, যানবাহন ও অবকাঠামো পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর ভিডিওতে দেখা গেছে, পোড়া বাড়ি আর ধ্বংসস্তূপে পরিণত জনপদ—চারদিকে নিস্তব্ধতা।

পেনকো শহরের ২৫ বছর বয়সি ছাত্র মাতিয়াস সিদ এএফপিকে বলেন, “গভীর রাত আড়াইটার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনের ঘূর্ণিঝড়ের মতো ঢেউ এসে নিচের শহরের বাড়িগুলো গ্রাস করে। আমরা শুধু গায়ে থাকা কাপড় নিয়ে পালাতে পেরেছি। আরও ২০ মিনিট দেরি হলে আমরা পুড়ে মারা যেতাম।”

কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত অধিকাংশ মৃত্যুর ঘটনা ঘটেছে পেনকোতেই। পাশের ছোট বন্দর শহর লিরকেনেও পরিস্থিতি ছিল ভয়াবহ। প্রায় ২০ হাজার জনসংখ্যার এই শহরের বাসিন্দারা জানান, “কয়েক সেকেন্ডের মধ্যেই” আগুন ছড়িয়ে পড়ে।

লিরকেনের ৫৭ বছর বয়সি আলেহান্দ্রো আরেদোন্দো বলেন, “অনেকে সমুদ্রতটে দৌড়ে গিয়ে প্রাণ বাঁচিয়েছেন। কিছুই আর দাঁড়িয়ে নেই।” রোববার রাতে শহরের রাস্তায় টহল দেয় সেনাবাহিনী। কারফিউ জারি থাকলেও কিছু বাসিন্দা টর্চলাইট হাতে ধ্বংসস্তূপ সরানো ও আগুন নেভানোর কাজে লেগে ছিলেন।

চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিচ নুবলে ও বিয়োবিও অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রায় ৪ হাজার দমকলকর্মী আগুন নেভাতে কাজ করছেন। জরুরি অবস্থার ফলে সশস্ত্র বাহিনী মোতায়েনের সুযোগ তৈরি হয়েছে।

প্রেসিডেন্ট বোরিচ ক্ষতিগ্রস্ত কনসেপসিওন শহর পরিদর্শন করে অগ্নিনির্বাপণ কার্যক্রম তদারক করেন এবং সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় রাতের কারফিউ ঘোষণা করেন। তিনি বলেন, “পরিস্থিতি খুবই কঠিন।” পরে তিনি সান্তিয়াগো ফিরে জানান, দাবানল পরিস্থিতি নিয়ে তথ্য বিনিময়ের জন্য সোমবার তিনি নির্বাচিত প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সঙ্গে বৈঠক করবেন। “কঠিন সময়ে চিলি ঐক্যবদ্ধ।” বলেন বোরিচ।

জাতীয় দুর্যোগ প্রতিরোধ ও প্রতিক্রিয়া সংস্থার পরিচালক আলিসিয়া সেব্রিয়ান জানান, সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বিয়োবিও অঞ্চলের পেনকো ও লিরকেন শহর থেকে, যেখানে মোট জনসংখ্যা প্রায় ৬০ হাজার।

আবহাওয়ার পূর্বাভাসও দমকলকর্মীদের জন্য অনুকূল নয়। বিয়োবিও অঞ্চলের বন সংরক্ষণ সংস্থার প্রধান এস্তেবান ক্রাউসে জানান, রোববার উচ্চ তাপমাত্রা ও শক্তিশালী বাতাস পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

সাম্প্রতিক বছরগুলোতে জলবায়ু পরিবর্তনের প্রভাবে দক্ষিণ-মধ্য চিলিতে দাবানলের প্রকোপ বেড়েছে। চরম আবহাওয়া, খরা ও বন্যা দেশটিকে ক্রমেই বেশি ক্ষতিগ্রস্ত করছে। গত বছরের ফেব্রুয়ারিতে সান্তিয়াগোর উত্তর-পশ্চিমে ভিনিয়া দেল মার শহরের কাছে একাধিক দাবানলে সরকারি কৌঁসুলির তথ্য অনুযায়ী ১৩৮ জনের মৃত্যু হয় এবং প্রায় ১৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।

এসআর

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন